• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
যুবলীগ নেতা খালেদের বিরুদ্ধে গুলশান থানায় ৩ মামলা

সংগৃহীত ছবি

আইন-আদালত

যুবলীগ নেতা খালেদের বিরুদ্ধে গুলশান থানায় ৩ মামলা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ সেপ্টেম্বর ২০১৯

অস্ত্রসহ গ্রেপ্তার ক্যাসিনো মালিক ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে অস্ত্র ও মাদক রাখা এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে এ মামলা দায়ের করা হয়।

এছাড়া মাদক আইনে তার বিরুদ্ধে মতিঝিল থানায় আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র এ তথ্য জানিয়েছে।

এর আগে, বুধবার রাতে গুলশানের বাসা থেকে খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেপ্তার করে র‍্যাব। এ সময় তার কাছে অস্ত্র, গুলি ও মাদক পাওয়া যায়। এরপর আজ মামলা দায়েরের পর খালেদকে গুলশান থানায় হস্তান্তর করে র‍্যাব । তার রিমান্ড আবেদন করে আদালতে তোলা হবে বলে গুলশান থানা পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তারের সময় খালেদের বাড়ি থেকে ৪০০ পিস ইয়াবা, লকার থেকে ১০০০, ৫০০ ও ৫০ টাকার বেশ কয়েকটি বান্ডিল উদ্ধার করা হয়। সেগুলো গণনার পর ১০ লাখ ৩৪ হাজার টাকা পাওয়া যায়। এছাড়া ডলারেরও বান্ডিল পাওয়া যায়। টাকায় তা ৫-৬ লাখ টাকা হবে বলে র‍্যাব জানিয়েছে।

এছাড়া তার কাছ থেকে মোট ৩টি অস্ত্র উদ্ধার করা হয়। যার একটি লাইসেন্সবিহীন, অপর দুটি লাইসেন্সের শর্তভঙ্গ করে রাখা হয়েছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads