• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
চাঁদপুরে মাদক ব্যবসায়ীর দুই বছরের কারাদণ্ড

চাঁদপুরে মাদক ব্যবসায়ীর দুই বছরের কারাদণ্ড

প্রতীকী ছবি

আইন-আদালত

চাঁদপুরে মাদক ব্যবসায়ীর দুই বছরের কারাদণ্ড

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ সেপ্টেম্বর ২০১৯

চাঁদপুর শহরের পালবাজার এলাকায় মাদক বহনের অপরাধে মমিন হাওলাদার (৩২) নামে মাদক ব্যবসায়ীকে দুই বছরের সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এই রায় দেন। মমিন শহরের পুরাণবাজার পূর্ব শ্রীরামদী এলাকার হাওলাদার বাড়ীর সিরাজ হাওলাদারের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ৭ নভেম্বর রাতে শহরের পালাবাজার এলাকা থেকে ১৭ বোতল বাংলা মদসহ মমিনকে আটক করে চাঁদপুর মাদক দ্রব্য নিয়ন্ত্র অধিদপ্তরের কর্মকর্তারা। পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হওয়ার পর আদালতে প্রেরণ করা হয়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৎকালিন পরিদর্শক আবুল কাশেম ২০০৮ সালের ৪ ডিসেম্বর আদালতে চার্জশীট দাখিল করেন।

সরকার পক্ষের পাবালিক প্রসিকিউটর (পিপি) মো. আমান উল্যাহ বলেন, আসামী মমিন হাওলাদারের উপস্থিতিতে আজ মামলার রায় শুনানি হয়। দীর্ঘ প্রায় ১০বছর মামলাটি চলমান অবস্থায় আদালত ৫ জনের সাক্ষ্য গ্রহন এবং মামলার নথিপত্র পর্যালোচনা করে এই রায় দেন।

সরকার পক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটির (এপিপি) মোক্তার আহমেদ অভি এবং আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. মো. নঈমুল ইসলাম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads