• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
সেনবাগে নিউ সেনবাগ ক্লিনিকে সিলগালা

নোয়াখালী ম্যাপ

আইন-আদালত

ভ্রাম্যমান আদালতের অভিযান

সেনবাগে নিউ সেনবাগ ক্লিনিকে সিলগালা

  • সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ অক্টোবর ২০১৯

নোয়াখালীর সেনবাগে ভ্রাম্যমান আদালত পরিচানা করে “নিউ সেনবাগ ক্লিনিক” নামে একটি হাসপাতালকে সিলগালা করে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুর রহমান ।

এ সময় উপস্থিত ছিলেন-সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাক্তার মতিউর রহমান।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিনহাজুর রহমান জানায়, মেডিক্যাল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী “ নিউ সেনবাগ ক্লিনিক ” নামক প্রতিষ্ঠানটি লাইসেন্স এবং অন্যান্য কোন শর্ত পূরণ না করে পরিচালিত হচ্ছিলো। তাই নোয়াখালী জেলা প্রশাসক (ডিসি) নির্দেশনায় বৃহস্পতিবার প্রতিষ্ঠানটিতে তালা মেরে সিলগালা করে দেওয়া হয়েছে।

এসময় প্রতিষ্ঠানের মালিক জাকিরকে পাওয়া যায়নি। তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর ইউএসপিও সেনবাগ থানার ওসিকে চিঠি দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads