• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ফরিদপুরে ট্রাকচালক হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি

আইন-আদালত

ফরিদপুরে ট্রাকচালক হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১০ অক্টোবর ২০১৯

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ট্রাকচালক কেরামত হাওলাদার (৩৫) হত্যা মামলায় ফরিদপুরে সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ মো. সেলিম মিয়ার আদালত এ রায় দেন।  এর পাশাপাশি প্রত্যেককে আরও ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মৃত আব্দুল মোল্যার ছেলে তোফা মোল্যা (২৬), আব্দুল মান্নান ফকিরের ছেলে পলাশ ফকির (৩২), সামছুল হক খালাসির ছেলে সিদ্দিক খালাসি (৩৬), আব্দুল মালেক মাতুব্বরের ছেলে এরশাদ মাতুব্বর (৩২), মৃত মোসলেমের ছেলে সুরুজ ওরফে সিরাজুল খাঁ (২৭), মৃত আব্দুল মালেক মাতুব্বরের ছেলে নাইম মাতুব্বর (৩৫), গিয়াস উদ্দিন মোল্যার ছেলে আনু মোল্যা ওরফে আনোয়ার মোল্যা (২৮)। এদের মধ্যে নাইম মাতুব্বর ও সুরুজ পলাতক রয়েছে।

নিহত কেরামত হাওলাদার জেলার ভাঙ্গা উপজেলার উত্তর লোহার গ্রামের মৃত সামছুল হাওলাদারের ছেলে। দণ্ডপ্রাপ্ত প্রত্যেকের বাড়ি একই উপজেলার চান্দ্রা গ্রামে।

হত্যাকাণ্ডের দিনই নিহতের ভাই ইকরাম হাওলাদার বাদি হয়ে সাত জনকে আসামি করে ভাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় গত ২০১৫ সালের ৭ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করা হয়।

মামলা সূত্রে জজ কোটের সরকারি কৌঁসুলি (ভারপ্রাপ্ত) অ্যাড. দোলাল চন্দ্র সরকার বলেন, ২০১৪ সালের ১৪ ডিসেম্বর রাতে ট্রাকচালক কেরামত হাওলাদার নিখোঁজ হন। পরদিন ভোরে পার্শ্ববর্তী ছলিলদিয়া দিঘলকান্দা বিলের ভেতর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads