• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
মা ইলিশ শিকার করায় ১০জেলের সাঁজা

দোহারে মা ইলিশ শিকার করার অপরাধে ১০ জেলেকে বিভিন্ন মেয়াদে সাঁজা ও ২জনকে জরিমানা দিয়েছে ভ্রাম্যমান আদালত

ছবি : বাংলাদেশের খবর

আইন-আদালত

মা ইলিশ শিকার করায় ১০জেলের সাঁজা

# ২ জনকে জরিমানা

  • প্রকাশিত ১৩ অক্টোবর ২০১৯

দোহার (ঢাকা) প্রতিনিধি : 

ঢাকার দোহারে পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার অপরাধে ১০ জেলেকে বিভিন্ন মেয়াদে সাঁজা ও ২ জেলেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ রবিবার বিকেলে দোহার উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের এ সাঁজা প্রদান করেন।

আটককৃতরা হলেন, কাজির চর গ্রামের মোঃ জামানের ছেলে সাগর (২০), একই গ্রামের মোমিনের ছেলে মোঃ আনোয়ার (২২), মধ্যর চর গ্রামের গণি হাওলাদারের ছেলে মোঃ চাঁন মিয়া, কচুরী গ্রামের ধলা মিয়া ফকিরের ছেলে মোঃ রহিমসহ জেলে রাসেল (১৯), শাহজালাল (২৫), শেখ মোয়াজ্জেম (৩০), উমর ফারুক (২০), ইউনুস (২০), ও মোঃ রাসেল (১৯)। এছাড়া মিরাজ মাদবর, দবির হাওলাদারকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয়াঙ্কা সাহা বলেন, রবিবার সকাল থেকে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, কোষ্ট গার্ড, চরমোহাম্মদপুর ফাড়ির ইনচার্জকে নিয়ে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। এসময় ইলিশ শিকার করার অপরাধে ১২জনকে আটক করা হয় এবং ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

দোহার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, মা ইলিশ প্রজনন রক্ষায় দোহার উপজেলার পদ্মা নদীর প্রায় ২৫ কিমি এলাকায় উপজেলা প্রশাসন, মৎস্য অফিস, পুলিশ ও কোষ্টগার্ডের যৌথ অভিযান অব্যাহত রয়েছে। যদি কেউ আইন অমান্য করে ইলিশ শিকার করে তাদের শাস্তি অব্যাহত থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads