• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

আইন-আদালত

গোয়ালন্দে মা ইলিশ শিকারের দায়ে ১৬ জনের কারাদন্ড

  • গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ অক্টোবর ২০১৯

পদ্মা নদীর গোয়ালন্দ উপজেলা এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ১৬ জেলেকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় এক লাখ মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি ইলিশ উদ্ধার করা হয়।

দন্ডপ্রাপ্তরা হলো, জিন্নাহ খান (৩২), আবু বক্কর সরদার (৩৮), নেয়ামত শেখ (৩০), আবু বক্কর মোল্লা (২৫), জসিম কাজী (২২), ফজলু সরদার (৫৯), দুলাল ফকির (৫০), শাহদত মন্ডল (১৮), নুর আলী শেখ (৫০), খবির মোল্লা (২৯), মজিবর ভক্ত (৩০), বাবু মোল্লা (৩৫), রব্বেল ভক্ত (৪০), লালন মন্ডল (২২), আ. মালেক মোল্লা (৬০) ও আরিফ মোল্লা (১৯)।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ জানান, রোববার বিকেল থেকে সোমবার সকাল পর্যন্ত পদ্মা নদীতে অভিযান চালিয়ে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ওই ১৬ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুন প্রত্যেককে ১৫ দিনের কারাদন্ডের আদেশ দেন।

সেই সাথে উদ্ধার করা জাল পুড়িয়ে ধ্বংস এবং ইলিশ মাছগুলো বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads