• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
কুষ্টিয়ায় কৃষক হত্যা মামলায় স্ত্রীসহ ৪ জনের মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি

আইন-আদালত

কুষ্টিয়ায় কৃষক হত্যা মামলায় স্ত্রীসহ ৪ জনের মৃত্যুদণ্ড

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৬ অক্টোবর ২০১৯

কুষ্টিয়ায় ভেড়ামারা উপজেলার আরকান্দি গ্রামের কৃষক হানিফ আলী খামারু হত্যা মামলায় তার দ্বিতীয় স্ত্রীসহ চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আজ বুধবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আরকান্দি গ্রামের লরু প্রামানিকের ছেলে শ্যামল প্রামানিক (২৭), একই গ্রামের মৃত বাদশা আলী মন্ডলের ছেলে আসমত আলী মন্ডল (৪৭), মৃত মিরাজ উদ্দিনের ছেলে মুকুল হোসেন (২৬) ও মৃত হানিফ আলীর দ্বিতীয় স্ত্রী দোলেনা বেগম (৪২)।

আদালত সূত্র জানায়, সম্পত্তিকে কেন্দ্র করে ও পারিবারিক দ্বন্দ কলহের জের ধরে ২০১৭ সালের ১০ এপ্রিল রাতে এ হত্যাকাণ্ড ঘটে।

রাষ্ট্র পক্ষের আইনজীবী অনুপ কুমার নন্দী জানান, দীর্ঘ স্বাক্ষ্য ও শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads