• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
ময়মনসিংহে অবৈধভাবে বালু উত্তোলন

অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমান আদালতের অভিযান

প্রতিনিধির পাঠানো ছবি

আইন-আদালত

ময়মনসিংহে অবৈধভাবে বালু উত্তোলন

৩টি ড্রাম ট্রাক ও একটি ভেকু জব্দ

  • ময়মনসিংহ ব্যুরো
  • প্রকাশিত ২৯ অক্টোবর ২০১৯

ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে ময়মনসিংহের ত্রিশালে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩টি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিন জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলার ধলা আমিয়ান মৌজার ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন ত্রিশালের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ এরশাদ উদ্দিন।

তিনি জানান, অবৈধ ভাবে বালু উত্তোলনের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ত্রিশাল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং ৩টি ড্রাম ট্রাক ও ১টি ভেকু মেশিন জব্দ করে থানায় প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads