• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
দুর্নীতির মামলায় লতিফ সিদ্দিকীর ৬ মাসের জামিন

সংগৃহীত ছবি

আইন-আদালত

দুর্নীতির মামলায় লতিফ সিদ্দিকীর ৬ মাসের জামিন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৪ নভেম্বর ২০১৯

বগুড়ায় দুদকের করা মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবদুল লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান। এর আগে ১ অক্টোবর হাইকোর্টের আরেকটি বেঞ্চ লতিফ সিদ্দিকীর জামিন আবেদন ফেরত দিয়েছিলেন।

গত ২৬ সেপ্টেম্বর হাইকোর্টে জামিন আবেদন করেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। তার পক্ষে আবেদন করেন আইনজীবী সুব্রত কুমার কুণ্ডু।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৭ সালের ১৭ অক্টোবর রাতে দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বগুড়ার আদমদীঘি থানায় মামলাটি করেন। পাটকলের প্রায় আড়াই একর জমি দরপত্র ছাড়াই বিক্রির মাধ্যমে সরকারের প্রায় ৪০ লাখ ৭০ হাজার টাকা আর্থিক ক্ষতির অভিযোগ এনে লতিফ সিদ্দিকীসহ দুইজনের বিরুদ্ধে মামলা করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads