• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
অবৈধ বালু উত্তোলন : ভ্রাম্যমান আদালতের অভিযানে ড্রেজার মেশিন ধ্বংস

দিনাজপুরের ঘোড়াঘাটে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত

ছবি : বাংলাদেশের খবর

আইন-আদালত

অবৈধ বালু উত্তোলন : ভ্রাম্যমান আদালতের অভিযানে ড্রেজার মেশিন ধ্বংস

  • ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ নভেম্বর ২০১৯

দিনাজপুরের ঘোড়াঘাটে আইন অমান্য করে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে উপজেলার কয়েকটি পয়েন্টে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

গত শুক্র ও রবিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদা খানমের নেতৃত্বে উপজেলার করতোয়া নদী সংলগ্ন নুনদহ ঘাট, শালিকা দহ ঘাট ও ত্রিমোহনী ঘাটের একাধিক পয়েন্টে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহারিত কয়েকটি ড্রেজার মেশিন, প্লাস্টিকের পাইপ ও ভেকু মেশিনে আগুন লাগিয়ে ধ্বংস করে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের কর্মীরা।

দীর্ঘদিন যাবত ঘোড়াটের উপর দিয়ে প্রবাহিত করতোয়া নদীর বিভিন্ন স্থানে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। এই বালু উত্তোলনের ফলে করতোয়া নদীর গাইবান্ধা-ঘোড়াঘাট সংযোগ ব্রীজ ও নদীর ধার ঘেষে অবস্থিত জনবসতি ও অনেক প্রাচীন নিদর্শন সহ মাজার, মসজিদ ও মন্দির হুমকির মুখে পড়েছিলো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads