• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ভূরুঙ্গামারীতে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

ভুয়া চিকিৎসক আসাদুজ্জামান

প্রতিনিধির পাঠানো ছবি

আইন-আদালত

ভূরুঙ্গামারীতে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

  • ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ নভেম্বর ২০১৯

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ। ভূয়া চিকিৎসক প্রমাণিত হওয়ায় তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় থানা পুলিশ রোগী সেজে অপারেশনের বিভিন্ন যন্ত্রপাতি, রেজিস্ট্রেশন বিহীন নিম্নমানের ঔষধসহ চেম্বার থেকে তাকে আটক করে।

জানাগেছে, উপজেলার সোনাহাট বাজারে চেম্বার খুলে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয়ে বঙ্গ সোনাহাট ইউনিয়নের উত্তর ভরতেরছড়া গ্রামের আনছার আলীর পুত্র আসাদুজ্জামান স্থানীয় জনসাধারণের সাথে প্রতারণা করে আসছিলো। শুধু তাই নয়, তার ওই চেম্বারে অশ্ব, পাইলস, একশিরা ও দাঁতের অপারেশন করা হতো।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোঃ সায়েম এবং ওসি ইমতিয়াজ কবির ঘটনা স্থলে উপস্থিত হন।

ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমান আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার অভিযুক্ত ভূয়া চিকিৎসককে ১ বছরের সশ্রম কারাদণ্ড  প্রদান করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads