• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
মুন্সীগঞ্জে ৫টি ইটভাটা বন্ধ, ২০ লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জে ৫টি ইটভাটা বন্ধে পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযান

প্রতিনিধির পাঠানো ছবি

আইন-আদালত

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মুন্সীগঞ্জে ৫টি ইটভাটা বন্ধ, ২০ লাখ টাকা জরিমানা

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ ডিসেম্বর ২০১৯

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নে পাচটি ইটাভাটা বন্ধ ও ২০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোল্লাকান্দি গ্রাম, উত্তর গোয়াখালি গ্রাম, লতব্দি গ্রামের অবৈধ ইটভাটাগুলোতে অভিযান পরিচালিত হয়।

জানা যায়, মেসার্স মোল্লা ব্রিকসকে ৮লাখ টাকা, আকাশ ব্রিকসকে ৫লাখ টাকা,  মায়ের দোয়া ব্রিকসকে ৫ লাখ টাকা এবং খোরশেদ মাদবর ইট ভাটাকে ২লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর থেকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তানজীদ আহমেদ জানান, এসব ভাটাগুলো সনাতন পদ্ধতিতে ইট তৈরির মাধ্যমে মারাত্মকভাবে পরিবেশ দূষণ ও বৈধ কাগজপত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল। মামা ভাগিনাকে ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং বাকিগুলো পানি ছিটিয়ে ইট, কাঁচামালসহ সব বিনষ্ট করে দেওয়া হয়। এসব ইট ভাটা এখানে আর চলতে পারবে না। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads