• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
গাইবান্ধায় ৩ জনের ফাঁসি ও ৮ জনের ৫ বছর করে কারাদণ্ড

প্রতিনিধির পাঠানো ছবি

আইন-আদালত

সাম্য হত্যা মামলার রায়

গাইবান্ধায় ৩ জনের ফাঁসি ও ৮ জনের ৫ বছর করে কারাদণ্ড

  • গাইবান্ধা প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ জানুয়ারি ২০২০

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর সভার মেয়র আতাউর রহমানের ছেলে শিশু সাম্য হত্যা আলোচিত মামলায় ৩ জনের ফাসি ও ৮ জনের ৫ বছর করে কারাদণ্ড ও প্রত্যককে ১ লাখ টাকা করে জরিমানার আদেশ দিয়েছে আদালত ।

আজ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ দীলিপ কুমার ভৌমিক এ রায় দেন ।

ফাসির রায়ে দন্ডিতরা হলেন, শাহরিয়ার সরকার হৃদয়, রকিবুল হাসান সজিব ও মাহমুদুল হাসান জাকির । যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিতরা হলেন, মাসুদ প্রধান সুজন, আল আমিন ইসলাম(১), রাবেয়া বেগম, আল আমিন (২), শিমুল মিয়া , রুনা বেগম, জাহাঙ্গীর আলম ও জয়নাল আবেদীন ।

মামলা সুত্রে জানা যায়, ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জের পৌর মেয়র আতাউর রহমানের একমাত্র শিশূ পুত্র আশিকুর রহমান সাম্যকে তার বন্ধু হৃদয় সহ কয়েকজন ডেকে নিয়ে যায় । পরদিন সেপ্টিটেংকি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

দীর্ঘ তদন্তের পর মামলার ওসি মজিবর রহমান ১১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্র্জশীট দাখিল করেন। দীর্ঘদিন সাক্ষ্য প্রমান শেষে বৃহস্পতিবার গাইবান্ধার জেলা ও দায়রা জজ এই রায় প্রদান করেন।

এদিকে মামলার বাদী নিহতের পিতা গোবিন্দগঞ্জ পৌর সভার মেয়র আতাউর রহমান ও রাষ্টপক্ষের আইনজীবি মামলার রায়ে অসন্তুষ্টি জানিয়ে উচ্চ আদালতে আপিলের কথা জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads