• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
কুলাউড়ায় বিদ্যুৎ বিভাগের ২ কর্মচারি আটক

প্রতীকী ছবি

আইন-আদালত

কুলাউড়ায় বিদ্যুৎ বিভাগের ২ কর্মচারি আটক

  • কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ জানুয়ারি ২০২০

কুলাউড়া উপজেলায় বিদ্যুৎ বিভাগের তার চুরির অভিযোগে বিদ্যুৎ অফিসেরই ২ কর্মচারিকে বৃহস্পতিবার ১৬ জানুয়ারি বিকেলে আটক করেছে পুলিশ।

পুলিশ ও বিদ্যুৎ অফিস সুত্রে জানা যায়, ২০১৯ সালে কুলাউড়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের কয়েক লক্ষ টাকার বৈদ্যুতিক তার চুরির হয়। এ ঘটনায় বিদ্যুৎ বিভাগ অজ্ঞাতনামা আসামীদের নামে কুলাউড়া থানায় মামলা দায়ের করে। কুলাউড়া থানা পুলিশ সেই অভিযোগের প্রেক্ষিতে ইতিপূর্বে চিহ্নিত চোরকে আটক করে। আটককৃত চোরদের জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের ষ্টোর কিপার তানভীর আহমদ অপু ও নিরাপত্তা প্রহরী গিয়াস উদ্দিনকে আটক করেছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা কুলাউড়া থানার এসআই সনক কান্তি জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। থানার ভারপ্রাপ্ত অফিসার সঞ্জয় চক্রবর্তী জানান, জিজ্ঞাসাবাদ শেষে নিশ্চিত হয়ে জানানো হবে।

কুলাউড়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী শামস আরেফিন জানান, পুলিশ ২ বিদ্যুৎ কর্মচারিকে আটকের বিষয়ে নিশ্চিত করেনি। তবে বৈদ্যুতিক তার চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads