• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
কুষ্টিয়ায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন

দণ্ডিত মালেকা খাতুন (৪৫)

প্রতিনিধির পাঠানো ছবি

আইন-আদালত

কুষ্টিয়ায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন

  • কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ জানুয়ারি ২০২০

কুষ্টিয়ায় মাদক মামলায় এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত মালেকা খাতুন (৪৫) দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি পাকুরিয়া গ্রামের গোলাম মোস্তফা মোল্লার স্ত্রী। যাবজ্জীবনের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদনণ্ড দেওয়া হয়েছে।

মামলার বরাতে বলা হয়, ২০১৫ সালের ৬ এপ্রিল বেলা ১১টায় মাদক বিরোধী অভিযানের সময় বাড়ি থেকে মালেকাকে আটক করে পুলিশ। এ সময় মালেকার ঘর থেকে পলিথিনে মোড়ানো ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।পরে এ ঘটনায় দৌলতপুর থানার এসআই মামুনুর রশিদ মাদক আইনে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৫ সালের ২৪মে আদালতে মালেকার বিরুদ্ধে অভিযোগপত্র দিলে এ মামলার বিচার শুরুকরে আদালত।

কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের পাবলিক প্রোসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল হালিম জানান, দৌলতপুর থানার মাদক মামলাতে আসামির বিরুদ্ধে আনা অভিযোগে চার্জ গঠনপূর্বক দীর্ঘ সাক্ষ্য শুনানি শেষে সন্দেহাতীতভাবে প্রমাণ হয়। এর ফলে অভিযুক্ত মালেকা খাতুনকে যাবজ্জীবন কারাদন্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সাজার আদেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads