• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
গাড়ি পোড়ানো মামলায় মির্জা ফখরুলসহ তিন নেতার জামিন

সংগৃহীত ছবি

আইন-আদালত

গাড়ি পোড়ানো মামলায় মির্জা ফখরুলসহ তিন নেতার জামিন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৩ জানুয়ারি ২০২০

রাজধানীর শাহবাগ থানার গাড়ি পোড়ানো মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন নেতাকে ৩রা মার্চ পর্যন্ত অন্তবর্তীকালীন জামিন দিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক কে এম ইমরুল কায়েস তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

জামিন পাওয়া অন্য দুই নেতা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়। এর আগে, এই মামলায় বিএনপি নেতারা উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন।

আসামিপক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, গেল ২৮শে নভেম্বর মহামান্য হাইকোর্ট ৮ সপ্তাহের আগাম জামিন দেন, সে অনুযায়ী আমরা এখানে জামিননামা দাখিল করেছি। আজ হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এই কোর্টে আত্মসমর্পণ করতে বলা হয়। আজ এখানে আত্মসমর্পণ করার পর আদালত তিন আসামিকে আগামী ৩রা মার্চ পর্যন্ত জামিন দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads