• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
পিরোজপুরে ২ মাদক কারবারির ১০ বছর কারাদণ্ড

প্রতীকী ছবি

আইন-আদালত

পিরোজপুরে ২ মাদক কারবারির ১০ বছর কারাদণ্ড

  • পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ জানুয়ারি ২০২০

পিরোজপুরের মঠবাড়িয়ায় সুমন জমাদ্দার (২৫) ও মো. লিটন হাওলাদার (২৯) নামের ২ মাদক বিক্রেতার প্রত্যেককে ৫ বছর করে মোট ১০ বছর সাজা দিয়েছেন আদালত।

রবিবার জেলা দায়রা জজ আ. মান্নান এর আদালত আসামীদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন। এ সময় আদালত সুমন জমাদ্দারকে আরো ১০হাজার টাকা ও লিটন হাওলাদারকে ৮হাজার টাকা জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরো ৩মাস করে মোট ৬ মাসের দণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত সুমন জমাদ্দার উপজেলার শাখারীকাঠী গ্রামের মো. হারুন জমাদ্দরের এবং লিটন হাওলাদার একই উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের শামসুল হক এর পুত্র।

মামলা সূত্রে জানা গেছে, গত ২০১৪ সালের ২৩ নভেম্বর র‌্যাব-৮ এর একটি টহল দল মঠবাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মজিদ পাহলানের বাড়ির পিছনের পশ্চিম পাশের খালের পাড়ে কাঁচা রাস্তার উপর মাদক বেঁচা-কেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে ওই ২ মাদক বিক্রেতাকে আটক করা হয়। এসময় আটককৃত সুমন জমাদ্দার এর দেহ তল্লাশী করে তার প্যান্টের পকেট থেকে ১১৬ পিচ ও লিটন হাওলাদার এর পকেট থেকে ১০০পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব-৮এর এএসআই জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন।

রাষ্ট্রের পক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি খান মো. আলাউদ্দিন। আর আসামীদের পক্ষে মামলাটি পরিচালনা করেন এ্যাডভোকেট মো. শামসুল হক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads