• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
পূর্বধলায় নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীর দণ্ড

প্রতিনিধির পাঠানো ছবি

আইন-আদালত

পূর্বধলায় নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীর দণ্ড

  • পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ ফেব্রুয়ারি ২০২০

নেত্রকোণার পূর্বধলায় নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযানে ও ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা ও এক জনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদাণ করেছে উপজেলা প্রশাসন।

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম এই অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

প্রশাসন সূত্রে জানা যায়, পূর্বধলা বাজারে নিউ মুসলিম বেকারীর মালিক শাহাদুল্লাহ্কে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদনের দায়ে ভোক্তা অধিকার আইনে নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে জারিয়া ইউনিয়নের মৌদাম বাজার ও ঘাগড়া ইউনিয়নের দুগাছি বাজারে (চায়না মোড়) নিষিদ্ধ ঘোষিত পলিথিন রাখার দায়ে আনোয়ার হোসেনকে ২ হাজার টাকা ও আব্দুর রশিদের পুত্র মো. খোকন মিয়াকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছি এবং জনস্বার্থে পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads