• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
সিটি ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা

সংগৃহীত ছবি

আইন-আদালত

সিটি ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৯ ফেব্রুয়ারি ২০২০

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত অমান্য করে আইন বিভাগে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করায় সিটি ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন আপিল বিভাগ।

আজ বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন।

সিটি ইউনিভার্সিটিকে করা জরিমানার অর্থ বাংলাদেশ বার কাউন্সিলে জমা দিতে বলা হয়েছে।  এর পাশাপাশি জরিমানার অর্থ কোনোভাবেই শিক্ষার্থীদের কাছ থেকে না নেওয়ারও নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

বার কাউন্সিলের পরীক্ষায় অংশ নিতে সিটি ইউনিভার্সিটির ২৫ শিক্ষার্থী হাইকোর্টে রিট করেন।

গত ২৪ অক্টোবর হাইকোর্ট রুল দেন। একই সঙ্গে ২৫ শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন কার্ড প্রদান ও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দেন।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বার কাউন্সিল আপিল বিভাগে আবেদন করে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads