• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
'ধর্মীয় অনুভূতিতে আঘাত', দুই বই নিষিদ্ধ

ফাইল ছবি

আইন-আদালত

'ধর্মীয় অনুভূতিতে আঘাত', দুই বই নিষিদ্ধ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৬ ফেব্রুয়ারি ২০২০

ধর্মীয় অনুভূতিতে  আঘাতের অভিযোগে দিয়ার্ষি আরাগ নামের এক লেখকের দুই বই নিষিদ্ধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

একুশে বইমেলা থেকে বই দুটি সরিয়ে নিতে বাংলা একাডেমির মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন আদালত। এর পাশাপাশি আদালতের আদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং ঢাকা ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী আজহারুল্লাহ ভূঁইয়া বুধবার বই দুটি নিয়ে অভিযোগের বিষয়টি আদালতের নজরে আনলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ নিষেধাজ্ঞার ওই আদেশ দেয়।

বই দুটির নাম ‘দিয়া আরেফিন’ এবং ‘দিয়া আরেফিন’র নানীর বাণী’। বই দুটি প্রকাশ করা হয়েছে সৃষ্টিঘর প্রকাশনা থেকে।

আদেশের পর আজহারুল্লাহ ভূঁইয়া সাংবাদিকদের বলেন, “বই দুটি নিয়ে আইনজীবীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তারা বিষয়টি আমাকে অবগত করায় আমি হাই কোর্টের নজরে আনি। ”

বই দুটিতে ব্যক্তির ধর্ম বিশ্বাস,ব্যক্তির চিন্তা এবং ব্যক্তির পোশাক পরিধানের স্বাধীনতার ওপর ‘আঘাত করা হয়েছে’ বলেও অভিযোগ করেন ওই আইনজীবী।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads