• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

সংগৃহীত ছবি

আইন-আদালত

মানসম্মত পিপিই নিশ্চিত করতে সরকারকে আইনি নোটিশ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩০ মার্চ ২০২০

মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশের চিকিৎসক, নার্স এবং চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত সকলের জন্য নিরাপত্তার স্বার্থে সাতদিনের মধ্যে মানসম্মত পিপিই নিশ্চিত করতে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্ট।

সোমবার (৩০ মার্চ) এই আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান লিংকন। ডাক যোগাযোগ বন্ধ থাকায় ই-মেইলে এ নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ই-মেইলের মাধ্যমে পাঠানো নোটিশে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ সরকারের করোনা প্রতিরোধ সেলকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে বলা হয়।

নোটিশে বলা হয়, করোনাভাইরাস অত্যন্ত সংক্রামক ব্যাধি। তাই এ মুহুর্তে সবচেয়ে বেশি প্রয়োজন করোনাভাইরাস চিকিৎসার সঙ্গে জড়িতদের নিরাপত্তা নিশ্চিত করা। পর্যাপ্ত প্রতিরক্ষামূলক ব্যবস্থা না থাকলে সংক্রামক ব্যক্তি থেকে চিকিৎসকরা এ রোগে সংক্রমিত হতে পারেন।

নোটিশে আরও বলা হয়, আমাদের দেশে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান পিপিই তৈরি করছে। কিন্তু এসব পিপিই সংক্রমণ প্রতিরোধক কি না সেটি নিশ্চিত হওয়া প্রয়োজন। কারণ পিপিই ব্যবস্থা নেওয়ার পরও চিকিৎসকরা আক্রান্ত হচ্ছেন বলে সংবাদ আসছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান থেকে দেখা যায়, এ রোগে বিশ্বব্যাপী আক্রান্তদের মধ্যে ১০ ভাগই চিকিৎসা সেবায় নিয়োজিত ব্যক্তি। পিপিই ব্যবহারে স্বাস্থ্য অধিদপ্তর যে নীতিমালা করেছে তার ব্যাপক প্রচার প্রয়োজন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads