• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
আদেশ না মানায় হিলিতে ৫ ব্যক্তির পাঁচ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির পাঠানো ছবি

আইন-আদালত

আদেশ না মানায় হিলিতে ৫ ব্যক্তির পাঁচ হাজার টাকা জরিমানা

  • হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ এপ্রিল ২০২০

দিনাজপুরের হাকিমপুরের হিলি বন্দরে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও সামাজিক দূরুত্ব নিশ্চিতকরণে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে টহল জোরদার করা হয়েছে। এসময় ভ্রাম্যমান আদালতে ৫ জনের কাছ থেকে ৫ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেন।

আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের মধ্যমে অভিযান পরিচালিত হয়। মাইকিং করে জনগণকে বাড়িতে নিরাপদে থাকার ও অপরকে নিরাপদে রাখার পরামর্শ দেয়া হয়।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মো. আব্দুর রাফিউল ইসলাম জানান, করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের এ অভিযান অব্যহত থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads