• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
দাগনভূঞায় ভ্রাম্যমান আদালতে ৫ ব্যবসায়ীর জরিমানা

প্রতিনিধির পাঠানো ছবি

আইন-আদালত

দাগনভূঞায় ভ্রাম্যমান আদালতে ৫ ব্যবসায়ীর জরিমানা

  • দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ এপ্রিল ২০২০

দাগনভূঞায় ভ্রাম্যমান আদালতে ৫ ব্যবসায়ীর সাত হাজার ২০০ টাকা জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, বুধবার রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে ও করোনা ভাইরাস প্রতিরোধ ব্যবস্থায় সামাজিক দুরত্ব, দ্রব্যমূল্য মনিটরিং ও জারীকৃত নির্দেশনা বজায় রাখতে দাগনভূঞা উপজেলার রাজাপুর বাজার ও বৈরাগী হাটে অভিযান পরিচালনা করে অধিক মূল্যে পণ্য বিক্রি করায় ও মূল্য তালিকা না থাকায় রাজাপুর বাজারের দুবাই স্টোরের দোকান মালিক আমির হোসেনকে ২ হাজার টাকা, মেসার্স এস এম স্টোর এর দোকান মালিক মুজিবুল হককে ২ হাজার টাকা এবং ব্যবসায়ী আব্দুল বারীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও জারীকৃত নির্দেশনা অমান্য করে  দোকান খোলা রেখে  গণজমায়েত সৃষ্টি করায় রাজাপুর বাজারের মেসার্স কালাম ব্রাদার্স এর দোকান মালিক আরিফুল হাসান সাব্বিরকে ২ হাজার টাকা এবং 
বৈরাগী হাটের দীনেশ ভৌমিক নামক কাপড়ের দোকানদারকে ২০০ টাকা জরিমানা করা হয়।

এসময় অধিকন্তু গণজমায়েত করে আড্ডা না দেওয়ার, ঘরে নামায আদায়ের, যানবাহনে একাধিক ব্যক্তি না উঠার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads