• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
কেরানীগঞ্জে জাটকা বিক্রির অপরাধে ২ জনকে  ১০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির পাঠানো ছবি

আইন-আদালত

কেরানীগঞ্জে জাটকা বিক্রির অপরাধে ২ জনকে ১০ হাজার টাকা জরিমানা

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ০১ মে ২০২০

কেরানীগঞ্জে কলাতিয়া বাজারে জাটকা বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালতে ২ জনকে  ১০ হাজার টাকা জরিমানা করেছেন কেরাণীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল।

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় কলাতিয়া বাজারে এ ভ্রাম্যমান আদালত  পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, উপজেলা নির্বাহী অফিসার, অমিত স্যারের নির্দেশনায় সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজার সহযোগিতায় অভিযান পরিচালনা করি। জাটকা বিক্রির অপরাধে দু'জন মাছ বিক্রেতাকে হাতেনাতে আটক করা হয়। জাটকা বিক্রির সময় দুজনকে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ৫০০০ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।

তিনি বলেন,আমি স্পষ্ট করে বলতে চাই, কেরানীগঞ্জ উপজেলায় কোনভাবেই জাটকা বিক্রি করার সুযোগ নেই।

রমজানে ঝুঁকি নিয়ে অক্লান্ত পরিশ্রম করার জন্য সিনিয়র মৎস্য কর্মকর্তা এবং কলাতিয়া পুলিশ ফাঁড়ির সহকর্মীদের প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান।

তিনি ক্রেতাদের উদ্দেশ্য বলেন আপনারা দয়া করে জাটকা কিনবেন না এবং কোথাও বিক্রি করতে দেখলে আমাদের জানান ও উপজেলা প্রশাসনকে সহযোগিতা করুন। আটককৃত জাটকা জব্দ তালিকা করে নিকটবর্তী এতিমখানায় পৌঁছে দেয়া হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads