• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯

আইন-আদালত

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যানসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৮ জুলাই ২০২০

কোভিড-১৯ পরীক্ষার জাল সার্টিফিকেট প্রদানে জড়িত থাকার অভিযোগে রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও চেয়ারম্যানসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার রাতে র‌্যাবের ইনস্পেক্টর ফয়সাল উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করেন বলে বুধবার থানার ওসি তপন চন্দ্র শাহা ইউএনবিকে নিশ্চিত করেছেন।

এর আগে কোভিড-১৯ পরীক্ষার জাল সার্টিফিকেট প্রদান এবং রোগীদের কাছ থেকে অর্থ নেয়ার অভিযোগে উত্তরায় রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয় এবং হাসপাতাল সিলগালা করে দেয় র‌্যাব।

মঙ্গলবার বিকালে রিজেন্টের প্রধান শাখা এবং হাসপাতালের উত্তরা শাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

এছাড়া কোভিড-১৯ পরীক্ষার জাল সার্টিফিকেট প্রদান এবং রোগীদের কাছ থেকে অর্থ নেয়ার অভিযোগে সোমবার হাসপাতালের উত্তরা এবং মিরপুর শাখায় অভিযান চালিয়ে আটজনকে আটক করে র‌্যাব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বলেছেন, করোনাভাইরাস পরীক্ষা নিয়ে রিজেন্ট হাসপাতালের সকল অনিয়ম তদন্তের মাধ্যমে প্রকাশ করা হবে।

তিনি বলেন, ‘সরকার প্রতিটি পদক্ষেপের উদ্যোগ নিয়েছে এবং আমরা সকল অনিয়ম খুঁজে বের করব। আমরা ইতিমধ্যে অপরাধীদের গ্রেপ্তার করেছি।’

সংসদে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের শুরু করা অনির্ধারিত এক বিতর্কে অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads