• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
আতিক উল্ল্যাহ চৌধুরী হত্যা মামলার রায় পিছিয়েছে

ফাইল ছবি

আইন-আদালত

আতিক উল্ল্যাহ চৌধুরী হত্যা মামলার রায় পিছিয়েছে

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ সেপ্টেম্বর ২০২০

রাজধানীর কেরানীগঞ্জে আওয়ামী লীগ নেতা ও কোন্ডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতিক উল্ল্যাহ চৌধুরীর হত্যা মামলার রায় পিছিয়েছে। আগামী ১৮ অক্টোবর রায়ের নতুন তারিখ করা হয়েছে।
আজ বুধবার দ্রুত বিচার ট্রাইবুনাল-১ এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায়ের দিন ধার্য করেন।

এর আগে, দীর্ঘ ৭ বছর পর গত ৩০ সেপ্টেম্বর রায়ের তারিখ ঘোষণা করেন আদালত।

মামলার বাদী ও নিহতের ছেলে সাইদুর রহমান ফারুক চৌধুরী জানান,করোনার কারণে মামলার রায় সম্পন্ন না হওয়ায় পিছিয়েছে মামলার রায়। মাননীয় আদালতের কাছে আমরা দ্রুত রায় দাবী করছি।

উল্লেখ্য, ২০১৩ সালের ১০ ডিসেম্বর নিখোঁজ হন বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আতিক উল্ল্যাহ চৌধুরী। পরদিন ১১ ডিসেম্বর দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর এলাকার একটি হাসপাতালের পাশ থেকে তার আগুনে পোড়া বিকৃত লাশ উদ্ধার করে পুলিশ। পরে তার সঙ্গে থাকা কাগজ ও এটিএম কার্ড দেখে লাশ শনাক্ত করেন নিহতের ছেলে সাইদুর রহমান ফারুক চৌধুরী। আট আসামির মধ্যে ইমন,জাহাঙ্গীর এবং শম্পা কারাগারে ররেছেন। তবে মামলার প্রধান আসামি গোলজার,শিবু,আসিফ,তানু এবং টুন্ডা আমিন পালাতক রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads