• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
‘ও’ এবং ‘এ’ লেভেল’ পরীক্ষা নিতে বাধা নেই

ফাইল ছবি

আইন-আদালত

‘ও’ এবং ‘এ’ লেভেল’ পরীক্ষা নিতে বাধা নেই

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩০ সেপ্টেম্বর ২০২০

‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষার কার্যক্রম স্থগিত চেয়ে শিক্ষার্থীর করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে পূর্বনির্ধারিত তারিখ অনুসারে আগামী বৃহস্পতিবার থেকে ওই পরীক্ষা অনুষ্ঠানে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

আজ বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটের ওপর শুনানি হয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মনিরুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর উস সাদি।

এর আগে, গত ২৭ সেপ্টেম্বর অক্টোবর-নভেম্বর সেশনের ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষার কার্যক্রম স্থগিত চেয়ে রিট আবেদন করেন ‘এ’ লেভেল পরীক্ষার্থী তামান্না তাবাসসুম কবির।

আবেদনে তিনি জানান, চলমান কোভিড-১৯ মহামারিতে গত ছয় মাস ক্লাস বন্ধ থাকায় শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি। ‘ও’ এবং ‘এ’ লেভেলের অনেক শিক্ষার্থী ১ অক্টোবর পরীক্ষায় অংশ নেওয়ার জন্য তাদের প্রবেশপত্রও হাতে পায়নি।

রিট আবেদনে তিনি দেশের ইংরেজি মাধ্যম শিক্ষার পরিচালনায় একটি গাইডলাইন প্রণয়নের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার অনুরোধ করেন।

করোনাভাইরাস মহামারিতে পরীক্ষা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই অক্টোবর-নভেম্বর সেশনের ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষা পরিচালনার জন্য ব্রিটিশ কাউন্সিলকে সরকার অনুমোদন দিয়েছে বলে জানা গেছে।

রিটে শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সচিব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার অতিরিক্ত সচিব এবং ব্রিটিশ কাউন্সিলের এক্সাম অপারেশন্সের পরিচালককে বিবাদী করা হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads