• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
মৃত্যু, পোস্টারের মতো সেঁটে থাকে দেয়ালে   

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

সংরক্ষিত ছবি

সাহিত্য

মৃত্যু, পোস্টারের মতো সেঁটে থাকে দেয়ালে   

  • উদয় শংকর দুর্জয় 
  • প্রকাশিত ১১ আগস্ট ২০১৮

অনাকাঙ্ক্ষিত মৃত্যুশব্দ রোজ জীবন্ত-সকাল, দরজায় দাঁড়ায়।  

আতঙ্কিত আঙুল ক্লপসিবল গেটের রক্তধুলো মুছতে মুছতে  

হেরে যায়, - আবার যদি কোনো হাওয়া উড়িয়ে আনে দগ্ধ সংবাদ! এখানে 

মৃত্যু এখন সস্তার চেয়ে বেশ সস্তা, পোস্টারের মতো দেয়ালে সেঁটে থাকে।  

সেই আস্থার লোকগুলো জানমালের দায় নিয়ে ভোট লুফেছিল  

তারা সর্ষের তেলে জাস্ট বেসামাল। শুধু টকিংশোতে ভীষণ পারঙ্গম।    

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads