• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
পিতা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

সংরক্ষিত ছবি

সাহিত্য

পিতা

  • সুমন আহমেদ
  • প্রকাশিত ১১ আগস্ট ২০১৮

 

পিতা,

আপনাকে দেখিনি; দেখেছি বাংলার আকাশ-জমিনে

লাল-সবুজের চিত্রে, ১৬ কোটি বঙ্গ মানবদেহের

শিরা-উপশিরা, বিন্দু-বিন্দু রক্তকণিকায়- আপনার প্রতিচ্ছবি।

 

পিতা,

দেখিনি সেই ভয়াল ১৫ আগস্ট, দেখিনি পাষণ্ড হায়েনার

অমানুষিক নির্মম হত্যাকাণ্ডের তাণ্ডব ধ্বংসলীলা,

কেবল চেয়ে দেখেছি- আপনার সপরিবারের

রক্তে-রঞ্জিত শোকাহত অসহায় দেয়ালের বুকফাটা আর্তনাদ।

 

পিতা,

দেখিনি ঘাতক রাজাকারদের স্বপ্নের নৈরাজ্যের দেশ,

দেখেছি আপনার নিজ হাতে গড়া সু-ফসল; বিশ্বের মানচিত্রে

অসাম্প্রদায়িক চেতনার প্রগতিশীল একটি দেশ- বাংলাদেশ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads