• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

সাহিত্য

কবিতা

  • প্রকাশিত ০৩ নভেম্বর ২০১৮

মিজান মনির

শব্দের সংসার

 

কালো কালো শব্দের মানে

শাদা কাগজ কী বোঝে?

বাতি হারানোর শোক বেদনা

শব্দের মাঝে গুঁজে!

 

শব্দ বলে আমার কষ্ট

বাক্য কি তা বোঝে?

শব্দের ভেতর লুকানো শোক

বাক্যের মাঝেই খুঁজে!

 

কাগজ কি আর বুঝতে পারে?

গর্ব কতই তার—

শব্দে শব্দে সাজানো বাক্যে

আছে শাদা সংসার।

 

 

পরান জহির

প্রীতি

 

অতটুকু নিকটবর্তী হয়ো না যতটুকু নিকটবর্তী

হলে প্রিয়জন চলে যায় কোটি মাইল দূরে।

বিরহকে ভালোবেসে আমি যদি চলে যাই মনের

বিপরীতে— এড়াতে পারবে কি লোনাজল?

 

স্বপ্নের ভিতরে তুমি গড়ে তুলো পরাবাস্তব সত্যকে

এটুকু সত্য জেনে— আমিও তোমায় বরণ করে নেব।

 

 

হাসান ইকবাল

প্রস্থান

 

একদিন আমিও পেরিয়ে যাব সময়ের সড়ক,

চুপিসারে সন্ধ্যার সারস যেমন উড়ে যায়

নিশ্চুপ দিগন্তের দীর্ঘশ্বাস বুকে নিয়ে;

ঠিক সেইভাবে বিনয়ের বেড়াজাল ছিন্ন করে

আমিও উড়ে যাব পরিতৃপ্তির পাখা মেলে।

 

পিছনে পড়ে থাকবে প্রায়শ্চিত্তের পরিণত প্রহর

নিভে যাওয়া নিত্যনৈমিত্তিক অমিয় আর্তি।

 

আদ্যনাথ ঘোষ

মঙ্গল প্রবাহে

 

ওই দূর আকাশের স্নিগ্ধ নীলিমায়

ভেসে বেড়ায়

            আলোর ঝরনাধারা

উদাসী অভিমানে অনন্ত উন্মাদনায়

            সাজায় প্রেমের বিতান।

 

মিলে যায় জীবনের আলোকসজ্জায়

            অন্তিম শয়ানে

                        ক্ষণমাত্রকালে।

           

শীতল ছায়ামাখা বনবীথিতলে

খেলার কলতানে উদাসীন দয়িতা

            মাতোয়ারা প্রণয়ের শিহরণে।

           

তমসার কালস্রোতে ক্ষণিক ভেসে ওঠে

            আলোকের প্রস্ফুট কোলাহল

সর্বদা জেগে থাকে মঙ্গল প্রবাহে

আশাবরি রাগের সুরলহরিতে

                        মহাকালের স্রোতে।

 

 

আয়েশা মুন্নি

লীন

 

অভিমানী বৈতালী মেঘের আনাগোনায়

হূদভূমে চাষ করি বারোমাসি ভালোবাসা,

পর্ণপুটে মুড়ে রাখি তোমার জন্য...

           

ত্রিফলা আলোর নীলে সাজাই প্রতীকী প্রেম

মিথ্যে শব্দে স্বপ্ন আঁকি পাতায় পাতায়

উপেক্ষিত অস্তিত্বজুড়ে ঝরা পাতা...।

 

তুমি মরুভূমির আলেয়া

আমার জ্বলন্ত দুঃসময়ে

ভোরের ভ্রূণে ঢাল বিভ্রান্তির কুৎসিত শোষণ...

বিচিত্রতায় লীন হয় জীবনের রঙ,

জাগতিক সব সুন্দর,

ঈশ্বরের সাথে আমার নৈঃশব্দ্যে রহস্যময় হাসি...।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads