• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

সাহিত্য

ছোটদের গল্প

পিচ্চি অ্যালিয়েনের কাণ্ড

  • মোহাম্মদ অংকন
  • প্রকাশিত ২৪ এপ্রিল ২০১৯

ছোটদের নিয়ে গল্প, কবিতা, ছড়াসহ যা-ই লিখতে যাওয়া হোক না কেন, লেখককে আগে শিশু-কিশোর মানসিকতায় যেতে হবে। অর্থাৎ যখন শিশু-কিশোরদের নিয়ে বড়রা কেউ লিখবে, তখন তাকে বা তাদেরকে শিশু-কিশোর হতে হবে। ঠিক এমনই শিশু-কিশোর মানসিকতা নিয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত লেখক ইউনুস আহমেদ রচনা করেছেন ‘পিচ্চি অ্যালিয়েনের কাণ্ড’ নামক গল্প সংকলন।

‘পিচ্চি অ্যালিয়েনের কাণ্ড’ গল্প সংকলনটিতে মোট সাতটি গল্প স্থান পেয়েছে। সংকলনটির নামকরণের গল্প দিয়েই লেখক গল্প বলা শুরু করেছেন। শ্রেণির সবচেয়ে অলস ছাত্র হলো রাহান। রাহানকে নিয়েই যত কল্পনা-জল্পনার সূত্রপাত। বটগাছের ওপর ঝাপ্পাস করে একদিন একদল পিচ্চি অ্যালিয়েন পড়ল। তারপর তারা ঢুকে গেল রাহানের স্কুল ব্যাগে। এরপর যত অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। সবচেয়ে মজার কাহিনী হলো, শ্রেণির অলস রাহান ধীরে ধীরে ভালো ছাত্র হয়ে উঠল। কী করে এমনটা সম্ভব হলো, সে হচ্ছে আরেক মজার কাহিনী। ছোট্ট বন্ধুরা, তোমরা কি মজার গল্পটি পড়তে চাও না?

সংকলনটির দ্বিতীয় গল্প ‘ট্রাইটানের প্রান্তরে’। একবার ইউরিককে আটক করে ভিনগ্রহ ট্রাইটানের প্রান্তরে নিয়ে ছেড়ে দেওয়া হলো। একা ইউরিক সেখানে ঘুরে বেড়াতে লাগল। ট্রাইটানের অদ্ভুত জীবরা ওকে নিয়ে গবেষণাগারে গিনিপিগ বানাতে চাইল। আহ! কি বিপদ। ইউরিক কি সেখান থেকে মুক্ত হতে পেরেছিল? জানতে হলে ছোট্ট বন্ধুরা এক নিঃশ্বাসে পড়ে ফেলতে হবে গল্পটি। বইটির তৃতীয় গল্প ‘জঙ্গলের দানব’-এর কথা বলা যাক। সে অনেক অতীতের কথা। নগর থেকে গরিব মানুষদের ট্রাকে করে গভীর জঙ্গলে ফেলে আসা হতো। সেখানে বন্যপ্রাণীর খাবার হয়ে তারা শেষ হয়ে যেত। আর কোনোদিন ফিরতে পারত না। সেখানকার নগরপিতা ছিল মার্টিন। তার ইচ্ছাতেই এমনটা হতো। তবে গরিবদের বাঁচাবে কে? তাই তোমাদের মতো কিশোর রিকি শিকারি দলের সঙ্গে একদিন জঙ্গলে ঢুকে পড়ল। হেবুকা নামক ভয়াল এক হিংস্র প্রাণী হঠাৎ তাকে আক্রমণ করে বসল। এখন তাকে বাঁচায় কে? গরিবদের বাঁচাতে গিয়ে তোমাদের বন্ধু রিকিও বিপদগ্রস্ত! এবার রিকি’র কী হবে?

এবার ‘টিয়ানা ও টুডু’ নামক গল্পের কথা বলা যাক। দুরন্ত আর সাহসী এক মেয়ের নাম হলো টিয়ানা। মেধাবী টিয়ানা ছোট্ট বয়সেই কথা বলা বাহন ‘টুডু’ আবিষ্কার করে ফেলে। তারপর ওরা দারুণ সব কাণ্ড-কারখানা করতে থাকে। যন্ত্র ‘টুডু’ মানুষের মতো কথা বলতে পারত, সুখ-দুঃখ বুঝতে পারত। তাই টিয়ানা টুডুকে নিয়ে সারাক্ষণ মেতে থাকত। ‘টুডু’ যেন ওর বন্ধু। ছোট্ট বন্ধুরা, এমন একটা বন্ধু তোমাদের হলে কী করতে? ধারণা পাচ্ছ না। তাহলে তো তোমাদের ‘টিয়ানা ও টুডু’র গল্প পড়তেই হবে। শুধু ‘টিয়ানা ও টুডু’ নয় সংকলনটিতে আরো মজার গল্প রয়েছে। যেমন ‘টিংকুর সুপার সাইকেল’। তোমাদের নিশ্চয়ই অনেকের সাইকেল আছে। তবে সেটা কি টিংকুর সাইকেলের মতো সুপার? না, মনে হয় না। শুনতে চাও সে সুপার সাইকেলের গল্প? প্রায়ই মুখ ভার করে মাঠের পাশে বসে থাকত টিংকু। সমবয়সী ছেলেমেয়েরা সাইকেল চালাত আর ও দেখত। ভাবত, যদি আমার একটি সাইকেল থাকত! একদিন সত্যিই সে সাইকেল পেল। কীভাবে জানো? একদিন বনের ভেতর পেয়ে যায় অদ্ভুত সাইকেল। ভিনগ্রহের সাইকেল! সুপার তো হবেই। তারপর ঘটতে থাকে অদ্ভুত ঘটনা। ওই সাইকেল নিয়ে রেস করে প্রতিবার জিতে সবাইকে তাক লাগিয়ে দেয় টিংকু।

ছোট্ট বন্ধুরা ‘পিচ্চি অ্যালিয়েনের কাণ্ড’ গ্রন্থে আরো রয়েছে ‘নেবুরা গ্রহের নাহিনা’ ও ‘ট্রাইফিফটি ওয়ান’।

অন্য গল্পগুলোর মতো এ দুটিও মজার গল্প। শুধু তোমাদের মনকে প্রফুল্ল করতে ও পড়াশোনার একঘেয়েমি কাটাতে শিক্ষক ইউনুস আহমেদ এত সুন্দর সুন্দর গল্প দিয়ে বইটি সাজিয়েছেন। অবশ্যই তোমরা বইটি সংগ্রহ করবে এবং পড়বে, সে প্রত্যাশা রাখি। ৎ

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads