• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
সিডনিতে ‘দ্য পয়েট্রি অব পারভীন রেজা’র মোড়ক উন্মোচন

ফাইল ছবি

সাহিত্য

সিডনিতে ‘দ্য পয়েট্রি অব পারভীন রেজা’র মোড়ক উন্মোচন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৭ নভেম্বর ২০১৯

অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশি লেখিকা কবি পারভীন রেজার ‘দ্য পয়েট্রি অব পারভীন রেজা’ নামের কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

গত মঙ্গলবার সন্ধ্যায় সিডনির একটি ফাংশন সেন্টারে ইংরেজিতে অনুবাদ করা কবিতার বইটির মোড়ক উন্মোচন করা হয়।

‘দ্য পয়েট্রি অব পারভীন রেজা’ নামের বইটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করা হয়েছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবিত রিজভী শাওন।

সম্মিলিতভাবে মোড়ক উন্মোচন করেন ক্যান্টরভেরি ব্যাংক টাউনের সাবেক ডেপুটি মেয়র কার্ল সালে, উইমেন অব দ্যা ইয়ার পলিন গর্ল গার্ল, ক্যামেলিয়া ইন্টারন্যাশনাল কলেজের প্রিন্সিপাল কোষ বিন্দর কস, স্থানীয় লেবার পার্টির সেক্রেটারি জামিল হোসেনসহ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

কবি পারভীন রেজা বই নিয়ে বলেন, ‘যেন লিখতে পারি এবং আপনাদের মাঝে নিত্য-নতুন লেখা নিয়ে হাজির হতে পারি, সেই চেষ্টাই করে যাচ্ছি।'

তিনি জানান, তার বিভিন্ন কবিতার বই থেকে ৫৪টি কবিতা সংগ্রহ করে তা ইংরেজিতে অনুবাদ করে বইটি অস্ট্রেলিয়া থেকে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads