• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
মেলায় বঙ্গ রাখালের দুই কবিতার বই

সংগৃহীত ছবি

সাহিত্য

মেলায় বঙ্গ রাখালের দুই কবিতার বই

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১১ ফেব্রুয়ারি ২০২০

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে বঙ্গ রাখালের দুটি কবিতার বই। কবিতা গ্রন্থ ‘লণ্ঠনের গ্রাম’ প্রকাশ করেছে ‘অনুপ্রাণন’। প্রচ্ছদ করেছেন শিশির মল্লিক। দাম ১৬০ টাকা। মেলায় স্টল নং-২৩১-২৩২ তে পাওয়‍া যাচ্ছে বইটি।

অপরদিকে ‘যৈবতী কন্যা ইশকুলে’ প্রকাশ করেছে টাঙ্গন প্রকাশনী। প্রচ্ছদ করেছেন শিশির মল্লিক। দাম ১০০ টাকা। স্টল নং-৫২৪।

বই দুটি প্রসঙ্গে প্রকাশক বলেন,‌ ‘বঙ্গ রাখালের কবিতা আমাদের শিকড়ের দিকে টানে। লোকাচার, লোকসংস্কৃতি কবিকে নস্টালজিক করে তোলে। মানুষের আত্মোপলব্ধিই কবির কবিতার উপাদান হয়ে ওঠে। তার কবিতায় তিনি নারী, প্রকৃতি, গ্রামীণ সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, সমসাময়িক রাজনীতিকে ফুটিয়ে তোলেন।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads