• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

সাহিত্য

মেলায় মাটির তারের গান : সুনামগঞ্জ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৭ ফেব্রুয়ারি ২০২০

অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে সৈয়দা আঁখি হকের ‘মাটির তারের গান : সুনামগঞ্জ’। ধ্রুব এষের চমৎকার প্রচ্ছদে বইটি প্রকাশ করেছে সময় প্রকাশন। সময়ের প্যাভিলিয়ন ২৭-এ বইটি পাওয়া যাচ্ছে। বইটির দাম রাখা হয়েছে ৪৮০ টাকা।

মরমি সুর ও লোকগানের তীর্থস্থান সুনামগঞ্জের গীতিকবিরা বাংলা সাহিত্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বিশ্বের দ্বারপ্রান্তে। এর মধ্যে বহু সাধক-কবির পরিচয় হারিয়ে গেছে কালের আবর্তে। তাই সুনামগঞ্জের সকল গীতিকবির নাম একই মলাটে আবদ্ধ করার প্রয়াস করেছেন সৈয়দা আঁখি হক। প্রত্যন্ত অঞ্চল থেকে মহামূল্যবান এই রত্নখণ্ড গুলোকে তুলে আনার প্রত্যয়ে তার অক্লান্ত পরিশ্রমের ফসল ‘মাটির তারের গান : সুনামগঞ্জ’। ১৪০০-১৯৮০ খ্রিস্টাব্দ পর্যন্ত সুনামগঞ্জে জন্মগ্রহণকারী ২৪৮জন গীতিকবির পরিচিতি ও গান তুলে ধরেছেন। ক্ষেত্রসমিক্ষার ভিত্তিতে দিয়েছেন বেশকিছু অজানা তথ্য, যা গবেষণার খোরাক হবে।

উক্ত গ্রন্থে যাদের নাম তালিকাভুক্ত হয়নি তাদের নিয়েই দ্বিতীয় খণ্ডের কাজ ইতোমধ্যে শুরু করেছেন আঁখি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads