• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
পালানোর রাত

প্রতীকী ছবি

সাহিত্য

পালানোর রাত

  • প্রকাশিত ২৬ সেপ্টেম্বর ২০২০

মোহন্ত কাবেরী

রাতের পাশ দিয়ে তোমার বাড়িপথে

সঙ্গে নদী প্রতিকূল

ফাঁস করে দেওয়ার কুটিলতা নিয়ে

হাসছে সূর্য উল্টো দিকে

ডাহুকির চিৎকার গুছিয়ে নিচ্ছো জীবন

স্মৃতিরা আসছে না ব্যাগে থাকুক

কবিতার জন্য কিছু ভাঙা গল্প ছড়িয়ে

পথ চলতে হয়

মুখ নয় অনেকগুলো মুখচ্ছবি ভেসে উঠছে

আমরাও যখন চলতে শিখেছি

তবে কেন বসে থাকা

পদচ্ছাপ কোনদিন ফিরিয়ে নেয় না পা

সূর্য আমাদের ধরতে তৎপর

এটা আন্তর্জাতিক টার্মিনাল পা কাঁপলে চলে যাও

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads