• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
পোশাক বিতর্কে দেশছাড়া সৌদি সাংবাদিক

সংবাদ পড়ার সময় তার পরনের বোরকার আংশিক উন্মুক্ত ছিল

ছবি : ইন্টারনেট

মধ্যপ্রাচ্য

পোশাক বিতর্কে দেশছাড়া সৌদি সাংবাদিক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ৩০ জুন ২০১৮

নারীদের গাড়ি চালানোয় স্বাধীনতার সময়ে ‘পোশাক বিতর্কে’র কারণে দেশছাড়া হতে হলো সৌদি আরবের সাংবাদিক শিরিন আল রিফাইকে। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়, উপস্থাপনার সময় বোরকার ভেতর থেকে জামা ও প্যান্টের অংশ বিশেষ দেখা যায়। তবে তার পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে সোচ্চার হয়েছে অনেকেই।

আলজাজিরার খবরে বলা হয়েছে, আল আন টেলিভিশনের সংবাদ উপস্থাপিকা শিরিন আল রিফাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ পড়ার সময় তার পরনের বোরকার আংশিক উন্মুক্ত ছিল। এর ফলে বোরকার ভেতর দিয়ে তার জামা এবং ট্রাউজারের অংশবিশেষ দেখা যায়। আর একে অশালীন পোশাক অভিহিত করে দেশটিতে সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া শিরিনের ভিডিওটির উল্লেখ করে তার নামে নামে হ্যাশট্যাগ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কট্টরপন্থিরা লেখে, রিয়াদে নগ্ন নারী গাড়ি চালাচ্ছেন। কেউ আবার এ ধরনের পোশাককে ‘ন্যুড’ বলেও উল্লেখ করেছেন। শিরিন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে বলেন, রাষ্ট্রের অবমাননা হয়, এমন পোশাক তিনি পরেননি। তবে ব্যাপক সমালোচনার মুখে শিরিন এক প্রকার বাধ্য হয়েই দেশ ছাড়েন।

সৌদি রাজপরিবারের পক্ষ থেকে বলা হয়, নারী সাংবাদিক দেশের পোশাকবিধি লঙ্ঘন করেছেন। সঙ্গে সঙ্গে তলব করা হয় ওই টেলিভিশন চ্যানেলের সম্পাদককে। তবে অনেকেই আবার শিরিনের পাশে দাঁড়িয়েছেন। কেউ কেউ শিরিনের পক্ষ নিয়ে ব্যাপক প্রচার চালাচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি প্রকাশ্যে গাড়ি চালানোর স্বাধীনতা পেয়েছেন সৌদির নারীরা। ঘড়িতে বারোটা বাজার সঙ্গে সঙ্গেই সৌদি আরবের রাজধানী রিয়াদের রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন নারীরা। স্টেডিয়ামে বসে খেলা দেখা থেকে ড্রাইভিং লাইসেন্স পাওয়া অনেক বিষয়েই সম্প্রতি নারীদের স্বাধীনতা দিয়েছে সৌদি সরকার। কিন্তু পোশাক নিয়ে বিতর্কের কারণে এটা পরিষ্কার হয়ে গেল যে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে সৌদি আরবকে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads