• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ইরাক এক মাসে ৭১ বেসামরিক নাগরিক নিহত

ইরাকি সৈন্য ও নিরাপত্তা সদস্যদের হিসাব ধরা হয়নি

মধ্যপ্রাচ্য

ইরাক এক মাসে ৭১ বেসামরিক নাগরিক নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০২ আগস্ট ২০১৮

ইরাক জুড়ে জুলাই মাসের সহিংসতায় ৭১ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। ইরাক বিষয়ক জাতিসংঘ সহযোগিতা মিশন (ইউএনএএমআই) বুধবার একথা জানিয়েছে। সিনহুয়া জানায়, ইউএনএএমআইয়ের এক বিবৃতিতে আরো বলা হয়েছে, জুলাই মাসে ইরাকে বিভিন্ন সন্ত্রাসী হামলা ও সশস্ত্র সংঘাতে ৮২ জন বেসামরিক নাগরিক আহত হয়েছে। হতাহতের এ সংখ্যায় ইরাকি সৈন্য ও নিরাপত্তা সদস্যদের হিসাব ধরা হয়নি। ইরাকি সামরিক বাহিনী এ ব্যাপারে কোন তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে।

এরআগে ইউএনএএমআই ইরাকে সহিংসতায় নিরাপত্তা সদস্যদের হতাহতের পূর্ববর্তী যে সংখ্যা জানানো হয়েছিল তা সঠিক নয় উল্লেখ করে দেশটির সামরিক বাহিনী সে তথ্য প্রত্যাখান করে। জুলাই মাসে সংঘটিত সংঘাতের যে তথ্যচিত্র দেখানো হয়েছে তাতে রাজধানী বাগদাদে সবচেয়ে বেশী বেসামরিক লোক হতাহত হয়েছে। জুলাই মাসে সেখানে মোট ৬৩ জন বেসামরিক নাগরিক হতাহত হয়। এদের মধ্যে ৩০ জন নিহত ৩৩ জন আহত হয়েছে। বিবৃতিতে বলা হয়, কিরকুক প্রদেশে মোট ৪২ জন বেসামরিক নাগরিক হতাহত হয়। এদের মধ্যে আটজন নিহত ও ৩৪ জন আহত হয়।

উল্লেখ্য, ২০১৭ সালের শেষের দিকে ইরাকি নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইসলামিক স্টেটের জঙ্গিদের সম্পূর্ণভাবে পরাজিত করায় দেশটির নিরাপত্তা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads