• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
শর্তহীন আলোচনায় প্রস্তুত কাতার

শর্তহীন আলোচনায় প্রস্তুত কাতার

ছবি : ইন্টরনেট

মধ্যপ্রাচ্য

আন্তঃআরব সঙ্কট

শর্তহীন আলোচনায় প্রস্তুত কাতার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৬ জানুয়ারি ২০১৯

দীর্ঘদিন ধরে চলা আন্তঃআরব সংকট নিরসনে আলোচনায় বসতে কাতার প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। তবে এই আলোচনা হতে হবে কোনো ধরনের পূর্বশর্ত ছাড়াই। গতকাল মঙ্গলবার তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে একথা বলা হয়। খবর মিডল ইস্ট মনিটর ও আলজাজিরা।

আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান মুসা ফাকির সঙ্গে দোহায় এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি। সঙ্কট থেকে উত্তোরণে উভয় পক্ষকে একটি সমাধান খুঁজে বের করতে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। এর আগে গত রোববার দোহায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বৈঠক করেন কাতারের কর্মকর্তারা। আরব বিশ্বের ঐক্য পুনরায় স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন তারা। সোমবার রিয়াদে পৌঁছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাতের পর পম্পেও কাতারের ওপর আরোপিত অবরোধ প্রত্যাহারের আহ্বান জানান। ইয়েমেন যুদ্ধ, সিরিয়া সঙ্কট, কাতার ইস্যুতে উপসাগরীয় কূটনৈতিক সঙ্কটসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে তারা আলোচনা করেন।  উল্লেখ্য, ২০১৭ সালের ৫ জুন সন্ত্রাসবাদে সমর্থন ও অর্থায়নের অভিযোগ এনে দোহার সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads