• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
মালয়েশিয়ায় সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দের সংবর্ধনা

কুয়ালালামপুর বাংসার এলাকার একটি রেস্টুরেন্টে মালয়েশিয়ায় সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দের সংবর্ধনা

ছবি : বাংলাদেশের খবর

মধ্যপ্রাচ্য

মালয়েশিয়ায় সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দের সংবর্ধনা

  • আশরাফুল মামুন
  • প্রকাশিত ২৪ এপ্রিল ২০১৯

মালোয়েশিয়াস্থ প্রবাসীদের সংগঠন সিলেট ডায়নামিক ফেডারেশন এর উদ্যোগে মালয়েশিয়া সফররত সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল মাহমুদ ও সাংবাদিক ফারুক আহমদের এর সম্মানে এক সংবর্ধনা দেওয়া হয়। 

গতকাল মঙ্গলবার রাতে কুয়ালালামপুর বাংসার এলাকার একটি রেস্টুরেন্টে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি সৈয়দ এনামুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এনামুল হক এর পরিচালনায় অনুষ্ঠানে মালয়েশিয়ায় সাংবাদিক নেতৃবৃন্দের সফর কে স্বাগত জানানো হয়। এসময় তারা বলেন, নানা সংকট সত্বেও মালয়েশিয়ায় বাংলাদেশী কমিউনিটির সম্ভাবনা ব্যাপক। এ সম্ভাবনা কে যথাযথ ভাবে কাজে লাগাতে পারলে অদূর ভবিষ্যতে এ দেশের নেতৃত্ব পর্যায়ে বাংলাদেশীদের অবস্থান সুদৃঢ় হবে। তবে, এক্ষেত্রে বাংলাদেশ সরকারের পরিকল্পিতভাবে কূটনৈতিক তৎপরতা প্রত্যাশা করেন প্রবাসী নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও একাত্তর টেলিভিশন এর সিলেট ব্যুরো প্রধান ইকবাল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন ভোরের কাগজ এর সিলেট ব্যুরো প্রধান ফারুক আহমদ ও সিলেট ডায়নামিক এসোসিয়েশন, মালয়েশিয়া এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. এনামুল হক।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট ডায়নামিক এসোসিয়েশন, মালয়েশিয়া এর সহ সভাপতি শাহ শাহীন, যুগ্ন সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিন, সহ সাধারণ সম্পাদক কাওসার আহমদ ও জুবায়ের আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক কৌশিক আহমদ পাভেল, মানবসম্পদ বিষয়ক সম্পাদক রুমেল আহআহমদ রুমেন, প্রচার সম্পাদক জুনেদ আহমদ, সদস্য আব্দুল ওয়াহিদ, সুহেল আহমদ, এহিয়া আহমদ মামুন, আব্দুল আউয়াল, মারুফ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে এক নৈশভোজের আয়োজন করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads