• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
নেপোলিয়নের টুপির দাম ৩ কোটি টাকা

ফ্রান্সের সাবেক সম্রাট নেপোলিয়নের টুপি

ছবি : ইন্টারনেট

বিবিধ

নেপোলিয়নের টুপির দাম ৩ কোটি টাকা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২০ জুন ২০১৮

বিপুল দামে বিক্রি হয়েছে ফ্রান্সের সাবেক সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের যুদ্ধে ব্যবহূত টুপি। সম্প্রতি ফ্রান্সের দ্য ডি বাখ নিলামঘরে প্রায় ৩ কোটি ৩৮ লাখ টাকায় বিক্রি হয়েছে ওয়াটারলু যুদ্ধে ব্যবহূত নেপোলিয়নের ওই টুপি। নিলামঘর বাখ সিএনএনকে জানায়, নেপোলিয়ন নিয়মিত ১২টি টুপি ব্যবহার করতেন। প্রত্যেক টুপির ব্যবহার্য বয়স ছিল তিন বছর। টুপিটি ইউরোপের একজন আর্ট সংগ্রাহক কিনে নিয়েছেন। প্রায় ২০৩ বছর পর ফ্রান্সের প্রথম সম্রাটের এই টুপি বিক্রি হলো। ঐতিহাসিকরা নেপোলিয়নের ব্যবহূত এমন ১৯টি টুপি শনাক্ত করেছেন।

এর আগে ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ার এক সংগ্রাহক আড়াই মিলিয়ন ডলারের বিনিময়ে নেপোলিয়নের আরো একটি টুপি কিনেছিলেন। দীর্ঘদিন ধরেই এই টুপিটি মোনাকোর রাজপরিবারের সম্পত্তি হিসেবে ছিল। দীর্ঘ উত্থান-পতনের মধ্য দিয়ে ওই টুপি নিলামঘরে আসে। সর্বশেষ বিক্রি হওয়া টুপিটি নেপোলিয়নের অন্যান্য টুপির তুলনায় ভালো ছিল।

১৮০৪ সালের দিকে নেপোলিয়ন নিজেকে ফ্রান্সের সম্রাট হিসেবে ঘোষণা করেন। এ সময় তিনি ইউরোপের অনেক শক্তির বিরুদ্ধে লড়াই করেন। কিন্তু ১৮১৫ সালে ওয়াটারলুর যুদ্ধে পরাজিত এবং নির্বাসিত হন তিনি। সমুদ্র মধ্যবর্তী সেন্ট হেলেনা দ্বীপে অন্তরীণ থাকাকালীন ১৮২১ সালে মৃত্যু হয় তার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads