• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
আধুনিক নগরী গড়ে তোলার লক্ষ্যে নিরলস কাজ করছি

মো. ইকরামুল হক টিটু মেয়র, ময়মনসিংহ পৌরসভা

সংরক্ষিত ছবি

বিবিধ

আধুনিক নগরী গড়ে তোলার লক্ষ্যে নিরলস কাজ করছি

  • প্রকাশিত ৩১ জুলাই ২০১৮

মো. ইকরামুল হক টিটু মেয়র, ময়মনসিংহ পৌরসভা

ঠিক ৯ বছর আগের কথা। আমি তখন ময়মনসিংহ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র। সে সময় নগরীর প্রধান দুঃখ ছিল জলাবদ্ধতা। সামান্য বৃষ্টিতেই সৃষ্ট ভয়াবহ জলাবদ্ধতায় নগরবাসীকে পোহাতে হত অন্তহীন দুর্ভোগ। এরপর ভোটে নির্বাচিত হয়ে মেয়রের চেয়ারে বসেই কথা দিয়েছিলাম জলাবদ্ধতা সমস্যা থাকবে না। আমি আমার কথা রেখেছি। প্রায় ৮০ কিলোমিটার নতুন ড্রেন নির্মাণ করা হয়েছে। সড়কের নিচে ৬৫ কিলোমিটার পাইপ ড্রেন ও আরসিসি ড্রেন নির্মাণ করা হয়েছে। আগে ময়মনসিংহে ফুটপাত ছিল না। আমার নেতৃত্বে পৌর পরিষদ ফুটপাত নির্মাণ করেছে। নাগরিক সেবাকে গুরুত্ব দিয়ে প্রায় ৬০ কিলোমিটার নতুন সড়ক নির্মাণ করেছি। জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমিও নগরবাসীর কল্যাণে সবসময় কাজ করে যাচ্ছি। পরিচ্ছন্ন সবুজ নগরী গড়তে অপরিচ্ছন্ন শহরের বদনাম থেকে শহরটিকে বের করে আনার উদ্যোগ ফলপ্রসূ হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনায় এ নগরী দেশের মডেল নগরী হিসেবে পরিণত হয়েছে। বাংলাদেশে সবচেয়ে উন্নত ও মডেল নগরী হিসেবে ময়মনসিংহকে গড়ে তোলার টার্গেট নিয়েই কাজ করে যাচ্ছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads