• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
বাণিজ্যিক কৃষিতে পরিণত হচ্ছে বাংলাদেশের কৃষি

কৃষিবিদ মো. আল-মামুন

ছবি : বাংলাদেশের খবর

বিবিধ

বাণিজ্যিক কৃষিতে পরিণত হচ্ছে বাংলাদেশের কৃষি

  • প্রকাশিত ১৪ নভেম্বর ২০১৮

কৃষিবিদ মো. আল-মামুন

আমাদের কৃষিক্ষেত্রে অনেক সাফল্য এলেও বতর্মানে একটি সমস্যা ক্রমেই প্রকট হয়ে উঠছে- আবাদি জমির সংকোচন। বিশেষজ্ঞদের মতে, নগরায়ণ, শিল্পায়ন ও বাড়তি জনসংখ্যার বসতবাড়ি নিমার্ণে প্রতি বছর প্রায় ০.৭ শতাংশ হারে আবাদি জমি হ্রাস পাচ্ছে; অন্যদিকে প্রতিবছর জনসংখ্যা বাড়ছে ১ দশমিক ৪৭ শতাংশ হারে প্রায় ২৩ লাখ। ক্রমহ্রাসমান জমি থেকে ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যচাহিদা পূরণের জন্য কৃষক রোদ-বৃষ্টি, শীত, প্রাকৃতিক দুর্যোগ, অভাব-অনটন, ক্ষুধাসহ হাজারো সমস্যা উপেক্ষা করে খাদ্য উৎপাদন করছেন দেশের প্রায় ১৭ কোটি মানুষের জন্য। আগামী দিনের বর্ধিত খাদ্যের চাহিদা পূরণ, পুষ্টি সমস্যা নিরসন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, কৃষিপণ্যের আমদানি হ্রাস ও রফতানি বৃদ্ধির লক্ষ্যে জাতীয় কৃষি গবেষণা সিস্টেমের আওতাধীন ১৩টি কৃষি গবেষণা প্রতিষ্ঠান এ পর্যন্ত বিভিন্ন ফসলের সাত শতাধিক উন্নত জাত উদ্ভাবন করেছে। মোকাবেলা করে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং লাভজনক কৃষি খাত গড়ে তোলার লক্ষ্যে ফসল, প্রাণিসম্পদ, মৎস্যসম্পদ, কৃষি প্রকৌশল, কৃষি অর্থনীতি এবং কৃষিশিল্প ও বাণিজ্যে যথোপযুক্ত প্রযুক্তি উদ্ভাবন, হস্তান্তর এবং উপকরণ ব্যবস্থাপনায় কৃষি বিজ্ঞানীদের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

বিশ্বব্যাপী জলবায়ু বিপর্যয় তথা বৈশ্বিক উষ্ণায়ন, প্রাকৃতিক দুর্যোগ, আবহাওয়া ও তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে চলার মতো কৃষিপ্রযুক্তি ও ফসলের জাত উদ্ভাবনে অর্থনীতির নতুন এক দিগন্ত দেখছে দেশবাসী। আধুনিক কৃষিবিষয়ক এসব গবেষণা ও আবিষ্কারে বাংলাদেশের কৃষি এখন বাণিজ্যিক কৃষিতে পরিণত হয়েছে।  কৃষিকে সহজ ও বেশি উৎপাদনশীল করার প্রশ্নে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা কৃষি গবেষণার কাজে মনোনিবেশ করেছে। কৃষকের শ্রম, কৃষি সম্প্রসারণবিদদের তদারকি, কৃষি বিজ্ঞানীদের গবেষণা ও সরকারের সদিচ্ছায় কৃষিতে রেকর্ড গড়েছে বাংলাদেশ।

 

লেখক : পিএইচডি স্কলার, ইউনিভার্সিটি অব পুত্রা, মালয়েশিয়া

ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রজনন বিভাগ, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads