• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ঈমান সম্পর্কিত সন্দেহ এবং করণীয়

ঈমান

প্রতীকী ছবি

বিবিধ

ঈমান সম্পর্কিত সন্দেহ এবং করণীয়

  • ওয়ালি উল্লাহ সিরাজ
  • প্রকাশিত ০৫ জানুয়ারি ২০১৯

যেসব বিষয়ে ঈমান রাখতে হয়, সেসব বিষয়ে যদি কখনো মনে সন্দেহ এবং ওয়াসওয়াসা দেখা দেয়, যেমন- মনে সন্দেহ দেখা দিল যে, (নাউজুবিল্লাহ) আসলেই খোদা বলে কেউ আছেন কি? বা থাকলে তাকে কে সৃষ্টি করল, কোনো সৃষ্টিকর্তা ছাড়া তিনি হলেন কী করে? কিংবা সন্দেহ দেখা দিল যে, জান্নাত-জাহান্নাম আসলেই আছে কি? এরূপ আল্লাহ, রসুল, কোরআন, পরকাল, তাকদির ইত্যাদি যে কোনো ঈমান সম্পর্কিত বিষয়ে সন্দেহ এলে তখন যে আমলগুলো করা জরুরি :

১. সাহাবিদের জীবনী পড়া। যে বিষয়ে সন্দেহ জাগে সেই বিষয়টি নিয়ে উলামায়ে কেরামের সঙ্গে আলাপ-আলোচনা করতে হবে। আর আমাদের অন্তর পরিষ্কার করা প্রয়োজন। তাহলে আর কোনো বিষয়ে সন্দেহ হবে না। এর জন্য আপনাকে সর্বদাই জিকির করতে হবে। মনের রোগ ঠিক করতে জিকিরের বিকল্প নেই।

২. এসব বিষয়ে সন্দেহ সৃষ্টি করা শয়তানের কাজ। সন্দেহটা যদি সন্দেহের পর্যায়েই থাকে, তাহলে বেশি বেশি ইস্তেগফার-দরূদ শরিফ পড়তে হবে, ইনশাআল্লাহ সমাধান এসে যাবে। সাবধান! সন্দেহ যেন একিন বা বিশ্বাস পর্যায়ে না চলে যায়, তাহলে নাস্তিকীয় কাতারে চলে যাবেন। (আল্লাহ আমাদের সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করুন। আমিন)

৩. মনে এ ধরনের চিন্তা আসতে দেওয়া যাবে না। যদিও আসে, তাহলে বেশি বেশি জিকির করতে হবে। নামাজের প্রতি যত্নবান হওয়া জরুরি। কোরআনের তাফসির পড়তে হবে। বিশেষ করে যেসব আয়াতে আখেরাতের বিষয়ে বর্ণনা দেওয়া হয়েছে, সেগুলো যত্ন সহকারে পড়া দরকার। বেশি বেশি কবর জিয়ারত করতে হবে। আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে হবে। আশা করি, আল্লাহপাক মনের সব ধরনের সন্দেহ দূর করে দেবেন।

৪. আউজুবিল্লাহি মিনাশ শাইতুয়ানির রাজিম পড়ে নেওয়া।

৫. আমান্্তু বিল্লাহ (অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনলাম) পড়া।

৬. উক্ত চিন্তা থেকে বিরত হয়ে অন্য কোনো চিন্তা বা কাজে লিপ্ত হওয়া।

এ ছাড়া ঈমানের পরিচয়ের মধ্যে বলা হয়েছে কতগুলো বিষয়কে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং আমলে পরিণত করার সমষ্টি হলো ঈমান। এ থেকে বোঝা যায় ঈমানের কিছু বিষয় অন্তর দ্বারা সম্পন্ন হয়, কিছু জবানের দ্বারা এবং কিছু হাত-পা ইত্যাদি বাহ্যিক অঙ্গ-প্রত্যঙ্গ দ্বারা। এগুলোকে ঈমানের শাখা বলা হয়। বড় বড় ইমামগণ হাদিসের ইঙ্গিত পেয়ে গবেষণা করে কোরআন-হাদিস থেকে ঈমানের ৭৭টি শাখা নির্ণয় করেছেন। এর মধ্যে অন্তর দ্বারা সম্পন্ন হয় ৩০টি। জবানের দ্বারা সম্পন্ন হয় ৭টি। আর বাহ্যিক অঙ্গ-প্রত্যঙ্গ দ্বারা সম্পন্ন হয় ৪০টি। এগুলো সম্পর্কে আমাদের জ্ঞানলাভের মাধ্যমে এর চর্চা করা জরুরি।

 

লেখক : আলেম ও গবেষক

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads