• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ক্যানসারে আক্রান্ত রফিকুল বাঁচতে চান

ক্যানসারে আক্রান্ত মো. রফিকুল ইসলাম

ছবি : বাংলাদেশের খবর

বিবিধ

ক্যানসারে আক্রান্ত রফিকুল বাঁচতে চান

  • ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ এপ্রিল ২০১৯

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের দিনমজুর মো. রফিকুল ইসলামের (৪৩) লিভার ক্যানসার ধরা পড়েছে। তার চিকিৎসার জন্য মোটা অঙ্কের টাকা প্রয়োজন, যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। রফিকুল বাঁচতে চান। এ অবস্থায় সমাজের বিত্তবান মানুষের কাছে সহযোগিতা চেয়েছে তার পরিবার। ভুক্তভোগী পরিবার জানায়, বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ছোট বাহিরদিয়া গ্রামের মৃত বরজুক তালুকদারের ছেলে ৫ সন্তানের জনক হতদরিদ্র মো. রফিকুল ইসলামের লিভার ক্যানসার ধরা পড়ে প্রায় এক বছর আগে। এর মধ্যে সহায়-সম্বল বিক্রি করে অতি কষ্টে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নেন। এখানে তার অবস্থার অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় ভারতের মাদ্রাজে। এরপর বাড়ি আসার পর তার অবস্থার অবনতি ঘটে। পুনরায় তাকে উন্নত চিকিৎসার জন্য মাদ্রাজে যেতে হবে। তিনি ও তার পরিবার প্রধানমন্ত্রীর কাছে এবং স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন এনজিও, দাতা সংস্থা, সংগঠক, সমাজের বিত্তবান ও বিবেকবান মানুষের কাছে সাহায্য কামনা করেছেন। সহায়তা পাঠানোর ঠিকানা : হিসাব নম্বর- ৭০১৭০১৩৩০৬৮২৫, ডাচ্-বাংলা ব্যাংক, ফকিরহাট শাখা, বাগেরহাট। মোবাইল ও বিকাশ নম্বর- ০১৯৬০৩৫১১১৮।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads