• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
একটি মানবিক আবেদন

ছবি : বাংলাদেশের খবর

বিবিধ

একটি মানবিক আবেদন

  • জাবি প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ মে ২০১৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের (৪৪) ছাত্র ও জাবি থিয়েটারের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাইমুমের বড় ভাই ব্রেইন লিম্ফোমা ক্যান্সারে আক্রান্ত হয়েছে। বর্তমানে তিনি ভারতের চেন্নাইয়ের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজের আইসিউতে ভর্তি আছেন। এমতাবস্থায় তার দ্রুত চিকিৎসার জন্য ২০ লক্ষ টাকার প্রয়োজন।

এদিকে সাইমুমের বাবার দুটি কিডনি প্রায় দুই বছর যাবৎ অকেজো। প্রতি দুইদিন পর ডায়ালাইসিস করতে হয় তার। এর মধ্যে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বড় ভাইয়ের ক্যান্সার ধরা পরেছে। ফলে আর্থিক সংকটের কারণে ভাই ও বাবার সুচিকিৎসা প্রদানে ব্যর্থ হচ্ছেন সাইমুমের পরিবার। পরিবারে অন্য কোন উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় একরকম নিরুপায় সাইমুম। তাই সমাজের বিত্তবান, মানবসেবক তথা ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থী, সাবেক বড় ভাই-আপু, বন্ধু, ছোট ভাই, আপুদের সদয় দৃষ্টি কামনা করেছেন সাইমুম।

সাইমুম বলেন, কোনো উপায় না পেয়ে আপনাদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছি। দয়াকরে আমার বাবা ও ভাইকে বাঁচাতে এগিয়ে আসুন। আপনাদের একটু সহযোগিতাই বাঁচিয়ে তুলতে পারে একটি জীবন ও পরিবার।

সাইমুমের সাথে যোগাযোগের ঠিকানা:

০১৭৩১৮৯১৪১৫ (আশিক, গণিত-৪৩)
০১৭৬৫৩০৬০৬৬ (মিরন, পরিবেশ বিজ্ঞান -৪৪)
০১৭৭৭১৮৯৮৩১ (লুতফর, পরিবেশ বিজ্ঞান- ৪৪)
০১৭৯৮৪৫০২২৪ (তামিম, পদার্থ বিজ্ঞান-৪৪)

বিকাশ :
০১৭৮৯২৮১৪৪৭ (হিমু, পরিবেশ বিজ্ঞান -৪৪)
০১৭৯৮৪৫০২২৪ (তামিম, পদার্থ বিজ্ঞান -৪৪)
০১৭২৫১২২৩৯০ (সেতু, বাংলা-৪৫)

রকেট:
০১৭৩১৮৯১৪১৫০ (আশিক, গণিত-৪৩)
০১৭৭৭১৮৯৮৩১৩ (লুতফর, পরিবেশ বিজ্ঞান -৪৪)

ব্যাংক অ্যাকাউন্ট:
০২০০০১০৪৭১৫৫৩
মো. লুতফর রহমান
অগ্রণী ব্যাংক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads