• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

নাইক্ষ্যংছড়ি উপহেলার তমব্রু নো-ম্যানস ল্যান্ড পরিদর্শনে গেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদল

ছবি: সংগৃহীত

জাতীয়

কোনারপাড়া রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ প্রতিনিধি দল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ এপ্রিল ২০১৮

কক্সবাজারে সফররত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল নাইক্ষ্যংছড়ি উপহেলার তমব্রু নো-ম্যানস ল্যান্ডে অবস্থানকারী রোহিঙ্গাদের অবস্থা সরজমিন পরিদর্শনে গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো.আফরুজুল হক টুটুল। প্রতিনিধি দলটি সকাল ৯টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের কোনারপাড়া জিরো পয়েন্ট ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের করবে।

এ সময় রোহিঙ্গাদের কাছ থেকে তারা রাখাইনে নির্যাতনের বর্ণনা শুনবেন। পরিদর্শন শেষে প্রতিনিধি দলের সদস্যরা দুপুরে কুতুপালং ডি-ব্লকে সাংবাদিকদের প্রেস বিফ্রিং করবেন।

নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের এই প্রতিনিধি দল শনিবার বিকাল সাড়ে ৪টায় কুয়েত থেকে সরাসরি কক্সবাজার পৌঁছান। তাদের নেতৃত্বে রয়েছেন পেরুর গুস্তাভো মেজা-চুয়াদ্রা, যিনি চলতি (এপ্রিল) মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন।

শনিবার রাতে ইনানীর হোটেল রয়েল টিউলিপে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন কমিশনার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিনিধি দলের সদস্যরা।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ সময় রোহিঙ্গা সঙ্কটের একটি সার্বিক চিত্র তুলে ধরেন।

২০১৭ সালের অগাস্টে মিয়ানমারের রাখাইন থেকে রোহিঙ্গারা বাংলাদেশে আসার পর থেকে এই প্রথম জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোনো প্রতিনিধি দল কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছে।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে কক্সবাজার হয়ে রোববারই তারা ঢাকার উদ্দেশে রওনা হবেন বলে জানান জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

মিয়ানমারের সেনাবাহিনী ও তাদের সহযোগীদের নির্যাতনের মুখে ২০১৬ সালের অগাস্ট থেকে এ পর্যন্ত সাত লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads