• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
প্রজ্ঞাপন জারির দাবিতে ফের বিক্ষোভ শুরু

প্রজ্ঞাপন জারির দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীদের একাংশ

সংরক্ষিত ছবি

জাতীয়

কোটা সংস্কার

প্রজ্ঞাপন জারির দাবিতে ফের বিক্ষোভ শুরু

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৪ মে ২০১৮

কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবিতে সোমবার বিক্ষোভ শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে বলা হয়েছিল যে, তাদের দাবি পূরণ করা না হলে সোমবার থেকে তারা ফের আন্দোলনে যাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে প্রজ্ঞাপন জারির দাবিতে সোমবার বেলা ১১টা থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়গামী ট্রেন আটকে রেখেছেন। 

সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা জানান, তাদের বিক্ষোভ কর্মসূচি ঘিরে ১৫০ জন ভলান্টিয়ার কাজ করছেন। এর বাইরে কোনো বিশৃঙ্খলা করলে তার দায় নেবেন না তারা। এছাড়া এই বিক্ষোভ কর্মসূচীর সুযোগে কেউ নৈরাজ্য সৃষ্টি করতে চাইলে তাকে প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ বিভাগেই সোমবার ক্লাস হচ্ছে না বলেও জানা গেছে। বিক্ষোভের খবরে শিক্ষার্থীরা আসছেন না। আসলেও তাদের সংখ্যা খুব কম।

ওদিকে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন আটকে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ডাকা ধর্মঘটের মধ্যে ষোলোশহর স্টেশনে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন আটকে দেন শিক্ষার্থীরা। এ সময় তারা নানা স্লোগানে ষোলোশহর স্টেশন দখল করে রাখেন। ষোলোশহর রেলস্টেশন মাস্টার এস এম শাহাবুদ্দিনিএ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্র জানায়, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস, আরবি বিভাগসহ কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা ও ক্লাস বর্জন করেছেন।

আন্দোলনকারীরা বলছেন, প্রধানমন্ত্রীর ঘোষণার এক মাস পার হলেও প্রজ্ঞাপন জারি হয়নি। এখন প্রজ্ঞাপন জারিই একমাত্র দাবি। সরকার প্রজ্ঞাপন জারি না করলে আরো কঠোর আন্দোলন হবে। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্দ তারা ক্লাসে ফিরবেন না।

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ এপ্রিল জাতীয় সংসদে কোটাব্যবস্থা বাতিলের ঘোষণা দেন। এরপর প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী কোটা নিয়ে কোনো প্রজ্ঞাপন জারি করা না হলে ফের আন্দোলনে নামলেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads