• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
মাদকের বিরুদ্ধে অভিযান শুরু : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সংরক্ষিত ছবি

জাতীয়

মাদকের বিরুদ্ধে অভিযান শুরু : প্রধানমন্ত্রী

  • প্রকাশিত ২০ মে ২০১৮

দেশ থেকে মাদক নির্মূলে কঠোর হওয়ার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  তিনি বলেছেন, `আমরা যেমন জঙ্গিবাদকে দমন করেছি। আমরা অঙ্গীকার করেছি, এই মাদক থেকে দেশকে উদ্ধার করব।'

খুলনার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা রোববার গণভবনে শুভেচ্ছা জানাতে এলে একথা বলেন শেখ হাসিনা। শনিবার রাতে ছয় জেলায় পুলিশের কথিত বন্দুকযুদ্ধে নিহত চারজনই মাদক বিক্রেতা বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে। সেই ঘটনা ইঙ্গিত করে গণভবনের অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ‘আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে, মাদকের বিরুদ্ধে অভিযান শুরু হয়ে গেছে।’

সম্প্রতি র‌্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীসহ একাধিক অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

গণভবনের অনুষ্ঠানে তিনি আরো বলেন, ’মাদকের জন্য একেকটা পরিবার যে কষ্ট পায়, একেকটা পরিবার ধ্বংস হয়ে যায়। কাজেই এবার মাদকের বিরুদ্ধে অভিযান। আমরা সমস্ত আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং র‌্যাবকে আমরা বিশেষ দায়িত্ব দিয়েছি। যেখানেই মাদক, সেখানেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সেই কঠোর ব্যবস্থা নিচ্ছি।’

মাদকের প্রভাব তরুণদের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে পড়ছে। সম্প্রতি বাস মালিকদের সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, চালকরা মাদকাসক্ত হওয়ার সড়কে দুর্ঘটনাও বেড়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ছেলেমেয়ে লেখাপড়া শিখবে, সুন্দর জীবন পাবে, সুন্দরভাবে বাঁচবে। তারা কেন বিপথে গিয়ে নিজের জীবন ও পরিবারকে ধ্বংস করবে?’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads