• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
বাংলাদেশি শিক্ষার্থীরা গান  শোনাবেন হাসিনা-মোদিকে

বিশ্বভারতীয় সঙ্গীত বিভাগের বাংলাদেশি শিক্ষার্থীদের মহড়া

ছবি : বাংলাদেশের খবর

জাতীয়

বাংলাদেশি শিক্ষার্থীরা গান শোনাবেন হাসিনা-মোদিকে

  • ঈশিকা অথৈ, কলকাতা
  • প্রকাশিত ২১ মে ২০১৮

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রবীন্দ্রসঙ্গীত শোনাবেন শান্তিনিকেতনের বাংলাদেশি শিক্ষার্থীরা। একটি বেদ মন্ত্র, শান্তিনিকেতন সঙ্গীত ছাড়াও দুদেশের জাতীয় সঙ্গীতও পরিবেশন করবেন তারা। বিশ্বভারতীর সঙ্গীত ভবনে বাংলাদেশি শিক্ষার্থীরা এই আয়োজনের চূড়ান্ত মহড়ায় এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। আগামী ২৫ মে সকালে শান্তিনিকেতনে বাংলাদেশ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত একটি সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। সেখানেই গান গাইবেন তারা।

বাংলাদেশ ভবনে বিশ্বভারতীর পড়ুয়াদের প্রবেশাধিকার নিয়ে যে জটিলতা ছিল, তার অবসান হয়েছে দুদিন আগে। ৪৫৩ আসনের নব্য বাংলাদেশ ভবনের অডিটোরিয়ামে ৬০ বাংলাদেশি পড়ুয়াকে ঢুকতে দেওয়া হবে। যদিও ৭০ জন প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে থাকার আর্জি জানিয়ে কলকাতার উপ-দূতাবাসে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়।

জানা গেছে, সঙ্গীত বিভাগের অধ্যাপিকা স্বস্তিকা মুখোপাধ্যায়ের নির্দেশনায় উদ্বোধনী অনুষ্ঠানে দুদেশের জাতীয় সঙ্গীত, ‘আনন্দলোকে, মঙ্গলালোকে’ ও ‘আমাদের শান্তিনিকেতন’ আশ্রম সঙ্গীত পরিবেশন করবেন শিক্ষার্থীরা।

সঙ্গীত বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন এ বিষয়ে জানান, ‘প্রায় চার দিন ধরে সন্ধ্যায় অনুষ্ঠানের মহড়া চলছে। দুদেশের প্রধানমন্ত্রীর সামনে সঙ্গীত পরিবেশন করার সুযোগ পেয়ে খুব আনন্দ লাগছে।’

কলকাতা থেকে টেলিফোনে কথা হয় শান্তিনিকেতনের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী প্রিয়াঙ্কা সরকার টুম্পার সঙ্গে। তিনি জানান, এ সুযোগ তার জীবনে অন্যতম বড় ঘটনা হয়ে থাকবে। সঙ্গীত বিভাগের পাশাপাশি অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও বাংলাদেশ ভবন অডিটোরিয়ামের মূল অনুষ্ঠানে প্রবেশের সুযোগ পাচ্ছেন বলে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের হেড অব চ্যান্সারি বিএম জামাল হোসেন জানিয়েছেন।

বিশ্বভারতীর সমাজকর্ম বিভাগের প্রথম বর্ষের ছাত্র অর্ণব সান্যাল, অর্থনীতি বিভাগের রাতুল রহমান, বোটানির এমএ শেষ বর্ষের ছাত্রী ময়ূরাক্ষী সান্যাল, ইংরেজি বিভাগের ছাত্র অনিক কর্মকারও খুশি অনুষ্ঠানে প্রবেশাধিকার পেয়ে। তাদের সবার এক কথা, অন্তত পাঁচ মিনিটের জন্যও হলেও তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার সুযোগ চান।

খোঁজ নিয়ে জানা গেছে, অনুষ্ঠানে অতিথির সংখ্যা প্রায় ৪০০ ছাড়িয়ে যাবে। আর অডিটোরিয়ামের ধারণক্ষমতা ৪৫৩ জনের। সে কারণে তালিকা কাটছাঁট করতে হচ্ছে। উপ-দূতাবাস সূত্রের দেওয়া তথ্য বলছে, প্রধানমন্ত্রীর সঙ্গে তার বোন শেখ রেহানাও আসছেন। আসছেন এইচটি ইমাম, গওহর রিজভী, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর ছাড়াও আরো দুজন মন্ত্রী। থাকবেন অধ্যাপক অনিসুজ্জামান, রফিকুল ইসলাম এবং চিত্রশিল্পী আবুল হাশেমও। ঢাকা থেকে এ সফরের খবর সংগ্রহ করতে আসছেন প্রায় ৮০ সাংবাদিকও।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads