• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
নজরুলের জন্মজয়ন্তী আজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম

সংরক্ষিত ছবি

জাতীয়

নজরুলের জন্মজয়ন্তী আজ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ মে ২০১৮

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মজয়ন্তী আজ। বিদ্রোহী কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে সারা দেশে দিনটি উদ্যাপিত হবে নানা আয়োজনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে চিরনিদ্রায় শায়িত কবির সমাধি ছেয়ে যাবে ভক্তদের ভালোবাসার ফুলে ফুলে।

শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে সারা জীবন সংগ্রাম করেছেন কাজী নজরুল ইসলাম। তার কণ্ঠে সব সময়ই উচ্চারিত হয়েছে মানবতার জয়গান। 
পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে ১৩০৬ সালের ১১ জ্যৈষ্ঠ জন্মগ্রহণ করেন কাজী নজরুল। ইংরেজী সাল গণনার হিসাবে সেটা ১৮৯৯ সালের ২৫ মে। তার ডাক নাম ‘দুখু মিয়া’। পিতার নাম কাজী ফকির আহমেদ ও মাতা জাহেদা খাতুন।

অভাবী পরিবারে বেড়ে ওঠা নজরুলের জীবন ছিল বৈচিত্র্যময়। জীবিকার দায়ে লেটো দলের বাদক, রেল গার্ডের খানসামা, রুটির দোকানের শ্রমিক—এ রকম নানা পেশায় কেটেছে তার শৈশব ও কৈশোর। প্রথম বিশ্বযুদ্ধের বাস্তবতায় অস্ত্র হতে দাঁড়িয়েছেন সম্মুখ সমরে। এরপর সাংবাদিকতাও করেছেন। ব্রিটিশবিরোধী আন্দোলন বেগবান করেছে তার রচনাশৈলী। হয়েছেন কারারুদ্ধ। 

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ কবির স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে বিকেল সাড়ে তিনটায় রাষ্ট্রীয় পর্যায়ে কবির জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন।

নজরুল ইনস্টিটিউট ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি এ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। জাতীয় কবির স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশাল, কুমিল্লার দৌলতপুর ও চট্টগ্রামে স্থানীয় প্রশাসনের ব্যবস্থাপনায় জন্মবার্ষিকী উদযাপন করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads